• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    রাহুল মাঠে নামা মানেই ফিফটি!

    রাহুল মাঠে নামা মানেই ফিফটি!    

    রেকর্ডটা হয়ে যেতে পারত গলেই। কিন্তু অসুস্থতার জন্য সেটা আর হয়নি। কলম্বোতে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন শুধু এক ইনিংস। শেষ পর্যন্ত ক্যান্ডিতেই সুযোগটা কাজে লাগালেন। পর পর সাত ইনিংস ব্যাট করতে নেমে অন্তত ৫০ বা তার বেশি রান করলেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। টেস্ট ইতিহাসেই ভারতের আর কোনো ব্যাটসম্যানের টানা ছয় ইনিংসের বেশি ফিফটির রেকর্ড নেই। এর আগের রেকর্ডটি ছিল গুন্ডাপ্পা বিশ্বনাথ ও রাহুল দ্রাবিড়ের।

    এই বছর অস্ট্রেলিয়ার সঙ্গে বেঙ্গালুরু টেস্ট দিয়ে শুরু। সেই থেকে সাত ইনিংসে রাহুলের স্কোর এরকম, ৯০, ৫১, ৬৭, ৬০, ৫১*, ৫৪ এবং পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে ৮৫। এ বছর শুধু একটা টেস্টেই ইনিংসে অন্তত ১০ রানের বেশি করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে প্রথম ইনিংসে ২ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গিয়েছিলেন ১০ রানে।

    আজকের ফিফটিতে বিশ্বরেকর্ডটাও অবশ্য ছোঁয়া হয়ে গেছে রাহুলের। টেস্ট ইতিহাসে এর আগে পাঁচজনের টানা সাত ইনিংসে ফিফটির রেকর্ড ছিল। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি এভারটন উইকসের পর সেটি করে দেখিয়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারায়ন চন্দরপল, কুমার সাঙ্গাকারা ও ক্রিস রজার্স। তবে রজার্স ছাড়া প্রত্যেকেরই এই টানা ইনিংসগুলোতে সেঞ্চুরি, এমনকি ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও ছিল। রাহুল আজ সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থামলেন, সেঞ্চুরির আক্ষেপটা নিশ্চয়ই আছে! 

    অবশ্য পরের ইনিংসে ফিফটি করলেই সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা যদি ঘোচে তখন!