• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না'

    'বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না'    

    দেশের মাটিতে গতির ঝড় তুলেই অভ্যস্ত দলের পেসাররা। উপমহাদেশের মন্থর উইকেটে গতি দিয়ে কাঁপাতে পারবেন না ফাস্ট বোলাররা, সেটা ভালমতোই জানা আছে তাঁর। অস্ট্রেলিয়ান ফাস্ট বলার জস হ্যাজলউড বলছেন, বাংলাদেশ সফরে দলের বোলিংয়ের নেতৃত্ব দেবেন স্পিনাররাই।  মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। 

     

    নাথান লায়নসহ এই সফরে তিনজন স্পিনার আসছেন অস্ট্রেলিয়া দলের সাথে। হ্যাজলউড মনে করেন, বাংলাদেশের বিপক্ষে বোলিং লাইনআপের নেতৃত্ব দেবেন লায়নই, “অস্ট্রেলিয়াতে পেসাররাই আক্রমণাত্মক বোলিং করে, স্পিনাররা খানিকটা রক্ষণাত্মক থাকেন। আমার মনে হয় উপমহাদেশে এর উল্টোটা হয়। লায়ন ও অন্য স্পিনাররাই আগ্রাসী হবে; পেসাররা অন্য প্রান্তে চাপ সৃষ্টি করবে। উইকেট খুব বেশি না পেলেও এটা করাই গুরুত্বপূর্ণ হবে।”

     

    বাংলাদেশ অধিনায়ক মুশফিক আভাস দিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামের পিচ স্পিন বান্ধবই হবে। হ্যাজলউড অবশ্য এটায় কোনো সমস্যা দেখছেন না, “বাংলাদেশে অল্প কজন পেসার থাকবে। স্পিনারদের সাথে মিলে কাজ করতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা না। ভারতেও আমরা ভালো করেছি। দুই দেশের পিচও অনেকটাই একইরকম।”

     

     

    ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো সহজ হবে না বলেই মানছেন হ্যাজলউড, “নিজেদের পরিবেশে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুন খেলে। দেশে অনেক বেশি ম্যাচ খেলেছে তারা। তাদের দলটাও এখন বিশ্বমানের। চ্যাম্পিয়নস ট্রফি ও ঘরের মাঠে টেস্টেও দুর্দান্ত ছিল বাংলাদেশ, ইংল্যান্ডে বিপক্ষে সিরিজ ড্র করেছে তারা। তাই তাদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা নিজেদের প্রস্তুতিটা সেরে রাখছি।”