নিজের ওপর বিশ্বাসটাই মুমিনুলের কাছে বড়
অভিজ্ঞতাটা মুমিনুল হকের জন্য একটু নতুনই। ওয়ানডেতে তিনি চলেন না-এই অপবাদ তাঁর কাছে পুরনো কিছু নয়। তবে টেস্ট দলে জায়গা নিয়ে মাসছয়েক আগেও প্রশ্ন ওঠেনি। সেটা উঠল শ্রীলঙ্কা সিরিজে, শেষ টেস্টে দলে জায়গাই হারিয়ে ফেললেন। তবে চট্টগ্রামে অনুশীলন ম্যাচে ৭৩ রান করে আবারও জানান দিয়েছেন, মাঝের সময়ে নিজেকে নিয়ে কাজ করেছেন। আজ মিরপুরে অনুশীলন শেষে মুমিনুল জানালেন, দলে জায়গা পাওয়া নিয়ে ভাবছেন না।
তিন নম্বর জায়গা নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে যতই সমস্যা থাক, টেস্টে এ নিয়ে অনেক দিন থেকেই নিশ্চিন্ত ছিল বাংলাদেশ। তবে মুমিনুল নিজেও নিশ্চয় ভুলবেন না, টেস্টে সর্বশেষ সেঞ্চুরির পর প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেছে। প্রস্তুতি ম্যাচে ভালো করার পর কি আবারও ফেরার কথা ভাবছেন? বাঁহাতি এই ব্যাটসম্যান বলটা ছেড়েই দিলেন, 'ওভাবে চিন্তা করিনি। অনুশীলন করছি। কাজ যেসব করা দরকার করছি। খেলব কি খেলব না সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার হাতে নেই। আমার হাতে যা আছে, চেষ্টা করছি।’
সামনেই আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মুমিনুল কাজে লাগাতে চান ওই সুযোগও, ‘আরও একটি প্রস্তুতি ম্যাচ আছে। যেন আরও ভালো ক্রিকেট খেলতে পারি, সেই চেষ্টা করছি।’
গল টেস্টে বাদ পড়ার পর টেকনিক বা অন্য কিছু নিয়ে আলাদা করে কাজ করেছেন? মুমিনুল এবারও সেরকম কিছু বললেন না। শুধু জানিয়ে গেলেন, নিজের ওপর আস্থা রাখাটাই বড় তাঁর কাছে, ‘আলাদা করে কিছু করনি। আপনি যদি মনে করেন আপনি ভালো, সেভাবেই কাজ করতে হবে। নিজের কাছে বিশ্বাস, নিজের চিন্তাটাই সবচেয়ে বড়। হয়ত কিছু কিছু সময় যেগুলো হয়েছে, কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
আক্ষেপ নিশ্চয় হতে পারে, চট্টগ্রামে সুযোগ পেয়েও ইনিংসটা তিন অঙ্কের করতে পারলেন না। সেটা নিয়েও অনুযোগ নেই মুমিনুলের, ‘আক্ষেপ তো সবসময় থাকে। একশ করে আউট হয়ে গেলে দুইশর আক্ষেপ থাকে। দুইশ করে আউট হলে হয়ত তিনশর আক্ষেপ থাকবে। একশ করতে পারিনি, অবশ্যই আক্ষেপ আছে। এসব জায়গায় আউট না হওয়া ভালো, বড় ইনিংস খেলতে পারলে নিজের জন্য ভালো, দলের জন্য ভালো।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই আক্ষেপ নিশ্চয় রাখতে চাইবেন না মুমিনুল।