বিশ্বকাপের কথা ভেবেই স্কোয়াড হচ্ছে ভারতের
শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে আগেই। সেখানে দুই ফ্রন্টলাইন পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে রবিচন্দন আশ্বিন, রবিন্দ্র জাদেজাকেও। তবে ঠিক বিশ্রাম করছেন না এই দুইজন। আশ্বিন এরই মাঝে কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ের হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন, কাউন্টিগুলোর সঙ্গে কথা হচ্ছে জাদেজারও। ২৮ আগস্ট গ্লস্টারশায়ের হয়ে উরসের ম্যাচেই খেলার কথা আশ্বিনের।
শ্রীলঙ্কার পর ভারতের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে, ১৭ সেপ্টেম্বর থেকে। অশ্বিনকে সে সিরিজে খেলানো হলে কাউন্টিতে মাত্র দুইটি ম্যাচ খেলেই ফিরে আসতে হবে তাকে। আর নাহলে তিনি চালিয়ে যাবেন চ্যাম্পিয়নশিপে খেলা।
শ্বিনের এই ভারতীয় দলে খেলা না খেলা মূলত নির্ভর করছে নির্বাচকদের ‘রদবদল’ প্রক্রিয়ার ওপর। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই মূলত ২৬ জনের একটা তালিকা করেছেন ভারতীয় নির্বাচকরা, বিশ্বকাপের আগ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে তাদেরকেই।
এমনকি দলে জায়গা ‘পাকা’ নয় মাহেন্দ্র সিং ধোনিরও। প্রধান নির্বাচক মান্নাভা প্রসাদ জানিয়েছেন, ধোনি প্রত্যাশামত পারফর্ম করতে না পারলে তাদেরকে বিকল্প কারও কথা ভাবতে হবে।
‘আসলে সবাইকে নিয়েই তো আলোচনা হয়। এটা শুধু এমএস(ধোনি) না। যখন আমরা দল নির্বাচন করি, যখন কম্বিনেশনের কথা বলি, সবাইকে নিয়েই আলোচনা হয়। আসছে সময়েও আপনারা এসবি দেখবেন।’ ২০১৯ বিশ্বকাপে ধোনির খেলা নিয়ে প্রসাদ কতোখানি আত্মবিশ্বাসী, সেটা অবশ্য ঠিক ‘পরিষ্কার’ করেননি প্রসাদ, ‘দেখি, দেখি কী হয়। সে যেরকমের কিংবদন্তি, আমরা আসলে (সেরকম) কিছু করতে চাই না...কিন্তু আমাদের পরিকল্পনা আছে।’
এই পরিকল্পনার অংশ হিসেবেই বাদ পড়েছেন যুবরাজ সিং, দীনেশ কার্তিক, রিশাভ পান্ট। ওয়েস্ট ইন্ডিজে যুবরাজের ফর্মটাও কথা বলেনি তার হয়ে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের সঙ্গে ৩২ বলে ৫৩ রানের ইনিংসের পর থেকে ছয় ইনিংসে কোনো ফিফটি নেই যুবরাজের, মোট করেছেন ৫৭ রান। দুই ম্যাচ খেলে একটি ফিফটি করলেও বাদ পড়েছেন কার্তিক, তবে তিনি আছেন বিবেচনাতেই। আর পান্টের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকাতে ‘এ’ দলের সফরের পারফরম্যান্স। আর সে সফরে ভাল করার পুরষ্কার পেয়েছেন মনিশ পান্ডে।
শ্রীলঙ্কা ওয়ানডের জন্য ভারতীয় দল
শিখর ধাওয়ান, রোহিত শর্মা(সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কা রাহানে, মনিশ পান্ডে, কেদার যাদব, এমএস ধোনি(উইকেটকিপার), হারদিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্রা চাহাল, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার।