মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ওয়ার্নার
প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৪ রান করেই আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নিজেকে ঝালাইয়ের সেই সুযোগটুকুও পেলেন না ডেভিড ওয়ার্নার। ১৪ বলে দুই রান যখন করেছেন, তখনই ঘটল অঘটনটা। জস হ্যাজলউডের একটা বাউন্সার এসে লাগল হেলমেটের ঠিক পেছন দিকে। সঙ্গে সঙ্গে ব্যাটটা ফেলে দিয়ে হেলমেটে খুলে ফেললেন ওয়ার্নার। মাঠ ছেড়েও চলে গেলেন একটু পর। তবে নিজে নিজেই বাইরে যেতে পেরেছেন, আপাতত এটাই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর।
বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য ডারউইনে নিজেদের মধ্যে একটা তিন দিনের ম্যাচ খেলছিলেন স্মিথরা। দ্বিতীয় দিনেই ওয়ার্নার আহত অবসর নিয়ে চলে যান মাঠের বাইরে। মাথায় আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তাঁকে পরীক্ষা করেছেন দলের চিকিৎসক রিচার্ড শ। মাথায় বরফ লাগানো হয়েছে তাঁর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আঘাতটা গুরুতর নয় বলেই জানা গেছে।
বাংলাদেশ সিরিজের জন্য আগামী শুক্রবার দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।