বাংলাদেশে হ্যান্ডসকম্বকেই কিপার দেখতে চান গিলক্রিস্ট
শেফিল্ড শিল্ডে ১৪ ম্যাচে কিপিংয়ের অভিজ্ঞতা আছে। বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষেও ম্যাথু ওয়েডের ইনজুরির কারণে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। সাবেক অস্ট্রেলিয়ান কিপার অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, দলে ‘ভারসাম্য’ আনার জন্য বাংলাদেশ সফরে হ্যান্ডসকম্বকেই কিপিং করতে দেখতে চান।
প্রস্তুতি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন। গিলক্রিস্ট মনে করেন, বাংলাদেশেও যদি হ্যান্ডসকম্বকে কিপিং করান হয়, তাহলে দলে একজন বাড়তি স্পিনার খেলানো যাবে, “যে কন্ডিশনে খেলতে যাচ্ছে দল, সেখানে দলের ভারসাম্য ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ জিততে হলে এটার কোনো বিকল্প নেই। হ্যান্ডসকম্বকে কিপার রাখলে একজন বাড়তি স্পিনার খেলানো যাবে হয়তো, আর সেটা করা যাবে কোনো পেসারকে বাদ না দিয়েই। হ্যান্ডসকম্ব কিন্তু ভালোই কিপিং করে। যদি সেও এটা চায় তাহলে দলের উচিত ব্যাপারটা ভেবে দেখা।”
দলের নিয়মিত উইকেটকিপার ম্যাথু ওয়েড থাকলেও খুব একটা সমস্যা হবে না বলেই মানছেন গিলি, “হ্যান্ডসকম্বকে কিপিং করানো একটা বিকল্প চিন্তা। অস্ট্রেলিয়া ওয়েডকে এই পর্যায়ে আনার জন্য অনেক কিছু করেছে। সে দলের অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাকে আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে। কিপার হিসাবে প্রতিনিয়ত উন্নতি না করলে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে তাঁর জন্য।”
এদিকে হ্যান্ডসকম্ব মনে করেন, দলের জন্য যা প্রয়োজন হবে সেটাই করবেন, “আমি ঘরোয়া ক্রিকেটে কিপিং করেছি। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে কিপিং করতেও কোনো সমস্যা হবে না। দলের ভারসাম্যের জন্য আমি সবকিছুই মেনে নিতে রাজি। তবে ব্যাটিংটাই আমার প্রথম কাজ, এরপর কিপিং নিয়ে ভাবতে পারি”