• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    'কোহলি অনেকটাই পন্টিংয়ের মতো'

    'কোহলি অনেকটাই পন্টিংয়ের মতো'    

    ক্যারিয়ারের শুরু থেকেই বেশ ‘আগ্রাসী’ মনোভাবের ছিলেন। নিজের অধিনায়কত্বেও সেই আক্রমণাত্মক ভাবটা ভালোভাবেই এনেছেন কোহলি। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইক হাসি বলছেন, কোহলির এবং রিকি পন্টিংয়ের অধিনায়কত্বের অনেকটাই মিল খুঁজে পান তিনি।

     

    হাসি মনে করেন, পন্টিংয়ের মতোই জয়ের ক্ষুধা রয়েছে কোহলির, “অধিনায়ক হিসাবে কোহলির খুব বেশিদিন না হলেও সে এরই মাঝে দারুন করেছে। তাঁর অধিনায়কত্বের ধরনটা আমার খুব পছন্দ। আক্রমণাত্মক মনোভাব অনেক বেশি, এটা দলের জন্যই ভালো। মাঝে মাঝে মনে হয় সে পন্টিংয়ের মতোই নেতৃত্ব দিচ্ছে। পন্টিং যেভাবে জিততে চাইত, এক চুল ছাড়ও দিতে চাইত না প্রতিপক্ষকে; কোহলির মাঝেও ঠিক একই স্বভাব রয়েছে। সে সামনে থেকে নেতৃত্ব দেয়, দলের অন্যদের উৎসাহিত করে।”

     

     

    শ্রীলংকার বিপক্ষে ইতিহাস গড়েই সিরিজ জিতেছে ভারত। আগামী মাসে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। হাসি বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন কোহলি, “লংকানদের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে আছে ভারত, এটাই স্বাভাবিক। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা সহজ হবে না। অস্ট্রেলিয়ার ওয়ানডে দল অনেক শক্তিশালী। দলে এমন কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারতও কঠিন প্রতিপক্ষ। জমজমাট একটা সিরিজ হবে। স্মিথ-কোহলির অধিনায়কত্বের ভালো পরীক্ষাই হবে।”