• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    সাকিবকে মাথায় রেখে এক বোলার খেললেন দুই দলে

    সাকিবকে মাথায় রেখে এক বোলার খেললেন দুই দলে    

    ডারউইনের মারারা ওভালে অস্ট্রেলিয়ানদের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে আজ। ডেভিড ওয়ার্নার একাদশ ২১৮ রানে হারিয়েছে স্টিভ স্মিথ একাদশকে। হ্যান্ডসকম্ব, হেডদের সেঞ্চুরি, ওয়েদারাল্ড-কার্টরাইটের সেঞ্চুরি, ওয়ার্নারের আঘাতের পর তৃতীয় দিনের খেলার উল্লেখযোগ্য অংশ...


    হল্যান্ড যখন ‘সাকিব’ 

    জন হল্যান্ড দল বদলে ফেলে ওয়ার্নার একাদশে এসে বোলিং ওপেন করলেন। ফলটা স্মিথ একাদশের জন্য হলো ভয়ঙ্কর, ১১ বলের মধ্যেই নিলেন ৪ উইকেট! হিলটন কার্টরাইট, অ্যাডাম জামপা, পিটার হ্যান্ডসকম্ব, জেক ওয়েদারাল্ড ফিরে গেলেন দ্রুতই। এরপর হল্যান্ড তার ‘আসল’ দলে ফিরে গেলেন, লাঞ্চের আগে ওয়ার্নার একাদশের মার্কাস স্টোইনিসকেও ফেরালেন। হল্যান্ডের এই দল অদলবদলের উদ্দেশ্য একটাই, সাকিব আল হাসান। এই বাঁহাতি অলরাউন্ডারের বাংলাদেশ স্কোয়াডে থাকা নিশ্চিতই, তার অর্থোডক্স স্পিন অনুশীলন করতেই হল্যান্ডকে ব্যবহার করা। তা ডারউইনে ‘হল্যান্ডরুপি’ সাকিবের বিপক্ষে সুবিধা করতে পারলেন না কার্টরাইট-হ্যান্ডসকম্বরা, বাংলাদেশে ‘আসল’ সাকিবের বিপক্ষে সুবিধা হবে কতোখানি? 


    অ্যাগারে ভুলে যাওয়া ‘হল্যান্ড-দুঃখ’ 

    হল্যান্ড নেই বাংলাদেশ সফরের স্কোয়াডে। ডারউইনের মারারা ওভালে আতঙ্ক হয়ে ওঠা এই বামহাতি স্পিনারকে না রেখে যদি নির্বাচকরা আফসোস করেন, সেটা কিছুটা ভুলিয়ে দিয়েছেন অ্যাশটন অ্যাগার। ১২ ওভারে ৫৫ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে শেষদিকে মিচেল সুয়েপসন ও টম অ্যান্ড্রিউজ অবশ্য অ্যাগারের বেশ কিছু আলগা বলের সুবিধা নিয়েছেন, নাহলে অ্যাগারের বোলিং ফিগারটা হতো আরও ‘সুশ্রী’। 

     

    উইকেটে বয়সের ভার 

    অস্ট্রেলিয়ানদের চাওয়াই ছিল, উইকেট যাতে এমনই হয়। তিনদিনের উইকেটে তাই বয়সের ভার, ক্ষত দেখা দিয়েছে, হয়ে উঠেছে ব্যাটিংয়ের জন্য আরও কঠিন। হল্যান্ড-অ্যাগারের মতো এ সুবিধা কাজে লাগিয়েছেন ন্যাথান লায়নও, ১০ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাট রেনশ দিয়েছেন স্লিপে ক্যাচ, ম্যাথু ওয়েড কার্টরাইটকে ক্যাচ দিয়েছেন ক্লোজ-ইন পজিশনেই। 


    টপ-থ্রি দুশ্চিন্তা? 

    স্পিনারদের দিনে হতাশ হয়েছেন ব্যাটসম্যানরা। আগেরদিন কাঁধে চোট পাওয়া ডেভিড ওয়ার্নার এদিন নামেননি, ম্যাট রেনশ বলার মতো কিছু করতে পারেননি। ৪১ বলে ১ রান করে বোলারকে ফিরতি ক্যাচ দিয়েছেন উসমান খাওয়াজা। বাংলাদেশে অস্ট্রেলিয়ার প্রথম তিন পজিশনে তাদেরই ব্যাটিং করার কথা। ডারউইনে বাংলাদেশের অনুরুপ উইকেটেই তারা ‘ব্যর্থ’, বাংলাদেশে এসে কতোখানি সফল হবেন? 


    ১৮ আগস্ট বাংলাদেশে এসে ২২ ও ২৩ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে সে ম্যাচের ভেন্যু নিয়ে রয়েছে অনিশ্চয়তা, আগে থেকে ঠিক করে রাখা ফতুল্লায় নাও হতে পারে সে ম্যাচ। বিসিবি অবশ্য নিশ্চিত করেনি কিছুই। ২৭-৩১ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৪-৮ সেপ্টেম্বর।