'আশা করি সেরে উঠবে ওয়ার্নার'
জশ হ্যাজলউডের বাউন্সারে হুক করতে গিয়ে আঘাত পেয়েছিলেন কাঁধে। ডেভিড ওয়ার্নার অপেক্ষা করেননি, টিম ডাক্তারের সঙ্গে মাঠ ছেড়ে গেছেন সঙ্গে সঙ্গেই। ডারউইনে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা এটি, তৃতীয় দিন সতর্কতা হিসেবে আর মাঠেই নামেননি অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক।
সেদিনই ‘অভিঘাত’ বা ‘কনকাশন’ পরীক্ষা করা হয়েছে ওয়ার্নারের। তাতে ঠিকঠাক উৎরে গেছেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচের শেষদিন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান মাঠে সাংবাদিকদের জানিয়েছেন, ওয়ার্নারের ‘অনমনীয়’ কাঁধের সঙ্গে মাথা-ব্যথার সমস্যা রয়ে গেছে। তবে তার সেরে ওঠার ব্যাপারে বেশ আশাবাদী তিনি।
‘তাকে দেখে ঠিকই মনে হচ্ছে। আজ তো মাঠে হেঁটেও বেড়িয়েছে। সে যাতে ঠিক হয়ে যায়, এখন এটাই প্রার্থনা। আশা করি আগামী দুই-তিনদিনের মাঝেই আমরা আপডেট পাব।’
‘এরকম (মাথায় আঘাত) কিছু হলে সেটা সবসময়ই ভয়ের ব্যাপার, তাই নয় কি? আশা করি সে ঠিক হয়ে যাবে।’
শেষদিন বসে ছিলেন বলে ব্যাটিং অনুশীলন করার সুযোগটা পাননি ওয়ার্নার। তবে আপাতত অনুশীলনের চেয়ে তার ‘সেরে’ ওঠার দিকেই বেশি মনোযোগ অস্ট্রেলিয়ান টিম-ম্যানেজমেন্টের। শুক্রবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়ার কথা অস্ট্রেলিয়ার। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসছে অজিরা।