• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    স্মিথরা খেলতে পারেন ইউল্যাব মাঠেও?

    স্মিথরা খেলতে পারেন ইউল্যাব মাঠেও?    

    অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ম্যাচ নিয়ে বেশ কয়েকদিন থেকেই চলছে ঢাক গুড়গুড়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামই আগে থেকে ঠিকঠাক হয়ে ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে ফতুল্লা জলমগ্ন হয়ে পড়ায় প্রশ্ন উঠেছিল সেটি নিয়ে। চট্টগ্রামে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, বিকল্প ভেন্যু হিসেবে সিলেটের সঙ্গে আসতে পারে চট্টগ্রামও। এবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করলেন, বিকেএসপির সঙ্গে বিকল্প ভেন্যু হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মাঠও বিসিবির বিবেচনায় আছে।

    দুই টেস্ট সিরিজ খেলতে আগামী শুক্রবার রাতেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। আগামী ২২ ও ২৩ আগস্ট একটি দুই দিনের ম্যাচও আছে স্মিথদের সফরসূচিতে। কিন্তু সেটার জন্য এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বিসিবি। ‘হোম অ্যাডভান্টেজ’ নেওয়ার জন্য মিরপুরের উইকেটটা স্মিথদের কাছে স্বাভাবিকভাবেই আনকোরা রাখতে চাইবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ফতুল্লার কথাই ভাবা হচ্ছিল। কিন্তু অতিবৃষ্টিতে মাঠ অনেকটা অনুপযোগী হয়ে পড়ায় বিকেএসপির নাম এসেছিল। কিন্তু অস্ট্রেলিয়া আভাস দিয়েছে, সেখানে খেলার তারা পক্ষপাতী নয়। এবার ইউল্যাবের মোহাম্মদপুর বেড়িবাঁধের রামচন্দ্রপুর এলাকার মাঠের নাম প্রস্তাব করেছে বিসিবি।

    নিরাপত্তা ও অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা দেখার জন্য শন ক্যারলের নেতৃত্বে প্রতিনিধি দল এর মধ্যেই এসেছে বাংলাদেশে। আজ সকালে তারা ইউল্যাবের মাঠেও ঘুরে এসেছে। আগামীকাল যাবেন ফতুল্লার মাঠেও। ইউল্যাবের মাঠে ক্যারল জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে ভেন্যু পরিদর্শন শেষে তারা বিসিবির সঙ্গে বসবেন, ‘আমরা ২৪-৪৮ ঘন্টার মধ্যে পুরোপুরি সব কিছু দেখা শেষ করব। এরপর প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঠিক করার জন্য আমরা বিসিবির সঙ্গে বসব। আর আবহাওয়ার ওপর তো আমাদের হাত নেই।’

    বিসিবির প্রধান নির্বাহী অবশ্য দাবি করলেন, এখনো ফতুল্লায় খেলা হওয়া সম্ভব, ‘আশা করছি আগামীকাল ফতুল্লার প্রস্তুতি তারা নিজের চোখে দেখবে। আমরাও সামনাসামনি দেখেছি, অস্বাভাবিক কিছু না হলে দুই দিন সময় পেলে মাঠ তৈরি করা যাবে। সবকিছুই আসলে নির্ভর করছে আবহাওয়ার ওপর। ঢাকায় বিকেসপি, ইউল্যাবের মাঠও আমাদের চিন্তায় আছে। সব ভেন্যু সরেজমিনে দেখার পর ওরা এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।’