• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    আপাতত বাংলাদেশে আসছেন না ম্যাকগিল

    আপাতত বাংলাদেশে আসছেন না ম্যাকগিল    

    অস্ট্রেলিয়া সিরিজের আগেই স্টুয়ার্ট ম্যাকগিলকে স্পিন বোলিং কোচ হিসেবে চেয়েছিল বিসিবি। তবে চন্ডিকা হাথুরুসিংহের কোচিং প্যানেলে ‘আপাতত’ যোগ দিচ্ছেন না সাবেক অস্ট্রেলিয়ান লেগস্পিনার। আজ সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি। 
     

    ‘আপনারা জানেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান আগেই পরিষ্কার করেছেন, স্পিন বোলিং কোচ হিসেবে স্টুয়ার্ট ম্যাকগিলই আমাদের প্রথম পছন্দ ছিলেন। তবে ব্যক্তিগত কিছু কারণে তিনি দলের সঙ্গে এ মুহুর্তে যোগ দিতে পারছেন না।’ 
     

    বিসিবি এখন দ্বিতীয় বা তৃতীয় পছন্দের দিকেই হাঁটবে, ‘আমরা আশা করছি, দুই-একদিনের মাঝেই এ বিষয়ে কিছু জানাতে পারবো।’ 
     

    ব্যাটিং উপদেষ্টা মার্ক ও’নিলের সঙ্গে ম্যাকগিলকে পাওয়ারও আশা করছিল বিসিবি। তবে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা স্পিনারকে পাওয়ার আশা আপাতত বাদই দিতে হচ্ছে তাদের। রুয়ান কালপাগেকে দায়িত্বে ঠিক সময়ে উপস্থিত না হওয়ার কারণে বরখাস্ত করেছিল বিসিবি। সে সময় থেকেই স্পিন কোচ নেই সাকিবদের।