• ভারতের শ্রীলংকা সফর
  • " />

     

    শ্রীলঙ্কা-ভারত সিরিজে আছে বিশ্বকাপেরও হিসাব

    শ্রীলঙ্কা-ভারত সিরিজে আছে বিশ্বকাপেরও হিসাব    

    ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। শুধু টেস্ট সিরিজের দুঃখ ভোলা নয়, শ্রীলঙ্কার সামনে এ সিরিজ আসছে পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়েও। ২০১৯ সালের বিশ্বকাপে এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলের সঙ্গে স্বাগতিক ইংল্যান্ড সরাসরি খেলবে সে বিশ্বকাপে। 

    শ্রীলঙ্কা এখন ৮৮ পয়েন্ট নিয়ে আছে আট নাম্বারে, দুইটা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৯০। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮। নির্ধারিত সময়ে বাকি ৬টি ওয়ানডে, আয়ারল্যান্ডের সঙ্গে ১টি, ইংল্যান্ডের সঙ্গে ৫টি। এ দুই সিরিজে তারা সব ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৮৮।  

    শ্রীলঙ্কা আসছে সিরিজে শুধু একটি ম্যাচ জিতলে অবশ্য সুযোগ থাকবে উইন্ডিজের। সেক্ষেত্রে পরের ছয়টা ম্যাচ জিতলে তারা এগিয়ে থাকবে ভগ্নাংশে। অবশ্য আয়ারল্যান্ডের সঙ্গে হারলে বিশ্বকাপের বাছাইপর্ব খেলা ছাড়া কোনো উপায়ই থাকবে না উইন্ডিজের।

    আর ভারতকে হোয়াইটওয়াশ করলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯৪। ৯৪ রেটিং পয়েন্ট নিয়েই সাত নম্বরে আছে বাংলাদেশ।