'বাংলাদেশে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে স্মিথরা'
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজ খেলার জন্য গতকাল রাতে ঢাকায় পা রেখেছেন স্মিথরা। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইক হাসি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে অজিদের।
হাসি বলছেন, ঘরের মাটিতে বাংলাদেশকে হারানো কঠিন হবে স্মিথদের জন্য, “সিরিজটা ভালোই হবে। অস্ট্রেলিয়ার জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ তাদের নিজেদের মাটিতে বরাবরই ভালো খেলে। গত কয়েক বছরে তারা অনেক উন্নতি করেছে টেস্টে। তাই লড়াইটাও জমবে।”
সাকিব-তামিমরা আগের চেয়ে অনে বেশি আত্মবিশ্বাসী, মানছেন হাসি, “বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন যেকোনো সময়ের চেয়ে বেশি। বিশ্বের সেরা দলগুলোকে তারা টক্কর দিচ্ছে। ক্রিকেটে আত্মবিশ্বাসতাই অনেক বড় ব্যাপার। যদি আপনি মনে করেন আপনি পারবেন, ওখানেই অর্ধেক বিজয় এসে যায়। আগে বাংলাদেশ দলে এতোটা আত্মবিশ্বাস ছিল না।”
শুধু আত্মবিশ্বাস নয়, অভিজ্ঞতার দিক দিকেও বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে বলেই ধারণা হাসির, “তাদের দলে এরকম বেশ কয়েকজন আছে যারা অনেকদিন ধরেই খেলছে। তারা নিজেদের খেলাটা অনেক ভালো বোঝে। এটা দলকেও অনেক সাহায্য করবে ভালো কিছু করতে।”