• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'স্পিন ও রিভার্স সুইং বড় ভূমিকা রাখবে'

    'স্পিন ও রিভার্স সুইং বড় ভূমিকা রাখবে'    

    মিরপুরের উইকেট প্রস্তুত হয়নি এখনও। শের-ই-বাংলার মধ্যখানে সে ‘অপ্রস্তুত’ উইকেটটাই দেখছিলেন স্টিভেন স্মিথ, সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সংবাদ সম্মেলনে এলেন খানিক বাদে। বললেন, উপমহাদেশের অন্যান্য জায়গার মতো বাংলাদেশেও স্পিন ও রিভার্স সুইংয়ের ভূমিকা থাকবে বেশি, ‘স্পিন ও রিভার্স সুইং আসলে বড় ভূমিকা রাখবে। আক্রমণাত্মক ব্যাপার হবে এগুলোই। উপমহাদেশে এমনই হয়, স্পিন ও রিভার্স সুইংয়ের বড় ভূমিকা থাকে। এ সিরিজটাও খুব বেশি আলাদা হবে না।’ 

    তবে সিরিজটা হবে চ্যালেঞ্জিং, ‘আমরা এ সিরিজ নিয়ে রোমাঞ্চিত। বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই ঘরের মাটিতে দারুণ ক্রিকেট খেলছে। আশা করি, আবহাওয়া ঠিক থাকবে, সিরিজে ভাল ক্রিকেট হবে। আমরা জানি, এটা চ্যালেঞ্জিং হবে। কন্ডিশন সবসময়ই ভিন্ন থাকে, আমরা দেশে যেভাবে খেলি তার চেয়ে। ভারত থেকে আমরা যা শিখেছি, আশা করি সেটা কাজে লাগাতে পারবো। আশা করি উইকেটও প্রায় একই রকম হবে।’ 

    উইকেট ভারতের মতো হোক বা আলাদা, সেটার সঙ্গে মানিয়ে নেয়ার কথাটাও মনে করিয়ে দিলেন, ‘আমরা (উইকেটের ব্যাপারে) পুরোপুরি নিশ্চিত না। বৃষ্টি হচ্ছে। কিউরেটর কতো সময় পাবেন উইকেট তৈরী করতে সেটা নিশ্চিত না। উইকেটের সঙ্গে টেস্টের প্রথম সকাল থেকেই আমাদের মানিয়ে নিতে হবে, এটা যেমনই হোক।’ 

    র‍্যাঙ্কিংয়ের নিচের দলের সঙ্গে খেলা, হারলে তাই পয়েন্ট খোয়াতে হবে বেশি। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক ভাবছেন না এসব, ‘আমি র‍্যাঙ্কিং নিয়ে চিন্তিত নই। আমাদের জন্য এটা দারুণ সুযোগ, ভারত থেকে আমরা যা শিখেছি, সেটা কাজে লাগানোর।’

    ‘এটা আমাদের জন্য ভাল সুযোগ, উপমহাদেশে আমাদের রেকর্ড বদলানোর জন্য। আশা করি সেরা পারফরম্যান্সটাই দিতে পারব।’

    তবে সিরিজে কাউকে ফেবারিট বলতে নারাজ তিনি, ‘দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে। আমার কাছে কেউ ফেবারিট নয়। আশা করি আমরা পারফরম্যান্স ঠিক করতে পারবো, সিরিজে ভাল করতে পারবো।’