বাতিল হয়ে গেল প্রস্তুতি ম্যাচটাই!
আগে থেকেই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামই ঠিক ছিল। কিন্তু অতিবৃষ্টিতে স্টেডিয়ামের বাইরে পানি জমে যাওয়ায় দুর্গন্ধের কারণে সেখানে খেলা নিয়ে প্রশ্ন ওঠে। বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি ও ইউল্যাবের মাঠের নামও এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনোটিই হচ্ছে না। অস্ট্রেলিয়ার সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচটা বাতিলই হয়ে গেছে। ওই দুই দিন মিরপুরের একাডেমি মাঠেই অনুশীলন করবেন স্মিথরা।
২২ ও ২৩ আগস্ট বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। ওই ম্যাচের জন্য মাহমুদউল্লাহকে অধিনায়ক করে দলও ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশ। গত দুইদিনে প্রস্তাবিত তিনটি ভেন্যুই ঘুরে দেখেছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। মাঠ অনুপযুক্ত হওয়ায় ফতুল্লা আগেই একরকম বাদ ছিল। বিকেএসপিও অবকাঠামোগত ও দূরত্বের কথা চিন্তা করে বাদ দেয় অস্ট্রেলিয়া। আর পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আউটফিল্ড সমস্যায় বাদ পড়ে ইউল্যাব মাঠ। অস্ট্রেলিয়া অবশ্য মিরপুরে ম্যাচটি আয়োজনের উপরোধই করেছিল। কিন্তু তাতে সাড়া দেয়নি বিসিবি। শেষ পর্যন্ত ম্যাচটিই বাতিল হয়ে গেছে।