'মুমিনুল বাদ পড়ার মতো খেলোয়াড় নয়'
একদিনের মধ্যেই বদলে গেল দৃশ্যপট। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণার পর বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে ক্ষোভের যে বিস্ফোরণ হয়েছিল, সেটাই যেন জাদুর কাঠির মতো বদলে দিল সবকিছু। বাদ পড়ার এক দিনের মধ্যেই মিরপুরে সংবাদমাধ্যমের সামনেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ফিরিয়ে আনলেন মুমিনুল হককে।
আজ দুপুর থেকেই দুই নির্বাচক ও কোচের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বিসিবি সভাপতি। সেখান থেকে কোনো একটা বৈঠক আসবে, সেটা অনুমান করাই যাচ্ছিল। বিসিবি সভাপতি বললেন, এবার চট্টগ্রামে টিম ক্যাম্পে থাকার জন্য কোচের সঙ্গে বা খেলোয়াড়দের সঙ্গে তাঁর কথা হয়নি। মুমিনুলের না থাকাটা যে দুঃখজনক, সেটিও স্বীকার করে নিলেন বিসিবি সভাপতি, প্রথম টেস্টের দলে মুমিনুল না থাকাটা দুঃখজনক। মুমিনুল আমাদের অন্যতম সেরা ব্যাটসমস্যান, এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ওকে যখন ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছিল তখন আমরা চেয়েছিলাম, ও টেস্টে আরও বেশি মনোযোগ দিক। ওকে আমরা কিন্তু টেস্ট বিশেষজ্ঞ হিসেবে দেখছি। ও যদি টেস্ট দলে না থাকে তাহলে তো খারাপ লাগবেই।’
কাল সংবাদ সম্মেলনে দুই নির্বাচক ও কোচ দাবি করে গেছেন, তাঁর চেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের কারণেই মুমিনুলকে বাদ পড়তে হয়েছে। কিন্তু এবার বিসিবি সভাপতি বললেন অন্য কথা, ‘মুমিনুল বাদ পড়ার মতো কোনো খেলোয়াড় হতেই পারে না। এখনও আমি মনে করি, টেস্টে ওর সামনে বিশাল ক্যারিয়ার রয়েছে। আর সামনেও ও খুব ভালো খেলবে।’
মুমিনুলকে নিয়ে চিন্তা করতেও বারণ করে দিলেন সবাইকে, ‘আমার মনে হয়, মুমিনুলকে নিয়ে কারও চিন্তার কোনো কারণ নেই। কারণ, ও দেশের সম্পদ। ওকে যথাযথ মূল্যায়ন যেন করা হয়, যথাযথ সুযোগ যেন দেওয়া হয় তা আমরা নিশ্চিত করব।‘
সভাপতির হস্তক্ষেপে না হয় দলে ফিরলেন মুমিনুল, একাদশে কি ফিরতে পারবেন?