• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    বন্যার্তদের জন্য সমবেদনা লেম্যানের

    বন্যার্তদের জন্য সমবেদনা লেম্যানের    

    প্রস্তুতি ম্যাচটা আয়োজনের সব রকম চেষ্টাই করেছিল বিসিবি। জলাবদ্ধতার কারণে মাঠের বাইরে দুর্গন্ধের জন্য ফতুল্লা স্টেডিয়ামে খেলা নিয়ে আগেই দানা বাঁধছিল অনিশ্চয়তার মেঘ। আজ শেষ পর্যন্ত সেটি বাতিল হয়ে গেল। সেটা নিয়ে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান স্বাভাবিকভাবেই হতাশ। তবে যে বৃষ্টির কারণে এই সমস্যা, তাতে বাংলাদেশের মানুষের দুর্ভোগের কথাও অজানা নয় লেম্যানের। আজ সংবাদ সম্মেলনে নিজের সহমর্মিতাও জানিয়ে গেলেন।

    ফতুল্লা নিয়ে অনিশ্চয়তার পর প্রস্তুতি ম্যাচের জন্য ইউল্যাব মাঠ ও বিকেএসপির নাম প্রস্তাব করেছিল বিসিবি। এই তিনটি ভেন্যুতেই ঘুরে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। অবকাঠামোগত কারণে ইউল্যাব মাঠ আগেই বাদ ছিল, দূরত্বের কারণে বিকেএসপির প্রস্তাবেও অস্ট্রেলিয়া সায় দেয়নি। বিসিবি তাই ফতুল্লাকে খেলার উপযোগী করার জন্য গত কয়েক দিন ধরেই জোর চেষ্টা করেছে। আজ সকালে লেম্যান, স্মিথসহ অস্ট্রেলিয়া দলের কয়েকজন ফতুল্লা স্টেডিয়ামে গিয়ে ঘুরেও এসেছেন। কিন্তু গন্ধ শোকাই সার হয়েছে, এরপরও তাদের সিদ্ধান্ত বদলায়নি।

    শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া একাডেমি মাঠেই অনুশীলন করবে। সেখানে অবশ্য তাদের জন্য মিরপুরের সেন্টার উইকেটেই নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ থাকছে। লেম্যান সেটিই জানিয়ে গেলেন, ‘বিসিবি তো সবরকম চেষ্টাই করেছে। কিন্তু বৃষ্টি এতোটা বেশি, কিছু করা যায়নি। আমরা তো কয়েকটা জায়গায় গিয়ে ঘুরেও এসেছি।’

    তবে এই বৃষ্টির জন্য বাংলাদেশে বন্যা পরিস্থিতির যে অবনতি, সেটা লেম্যানের চোখ এড়ায়নি। তা নিয়ে নিজের সহানুভূতিও জানিয়েছেন, ‘মানুষ তো বৃষ্টির জন্য অনেক কষ্ট করছে। আমরা জেনেছি অনেক লোক দুর্ভোগের জন্য আছে, তাদের জন্য আমরা সমব্যথী।’