• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    মিরাজ-তাইজুলদের উন্নতিটা চোখে পড়েছে যোশির

    মিরাজ-তাইজুলদের উন্নতিটা চোখে পড়েছে যোশির    

    স্টুয়ার্ট ম্যাকগিল আসছেন না, কদিন আগেই নিশ্চিত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী। আপাতত অস্ট্রেলিয়া সিরিজের জন্য সুনীল যোশি আসছেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সবকিছু ঠিক থাকলে কাল সকালেই ঢাকায় এসে পৌঁছানোর কথা যোশির, আপাতত কাজ করবেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। যাওয়ার আগে উইজডেন ইন্ডিয়াকে জানিয়ে গেছেন, সাকিবদের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত যোশি।

    গত ফেব্রুয়ারিতেই শোনা যাচ্ছিল, বাংলাদেশের স্পিন কোচ হিসেবে আসছেন যোশী।রুয়ান কালপাগের বিদায়ের পর পদটা এতোদিন ফাঁকাই ছিল। তখন যোশীর সঙ্গে ব্যাটে-বলে মেলেনি, এবার ম্যাকগিলকে না পাওয়ায় যোশীকেই আবার আনছে বিসিবি। ভারতের সাবেক এই বাঁহাতি স্পিনার কলকাতায় জানিয়েছেন, সাকিবদের নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করেছেন, ‘খুবই রোমাঞ্চিত আমি। বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য সাগ্রহে অপেক্ষা করছি। সাকিব আল হাসান, নাসির হোসেনকে ভালোমতোই দেখেছি। মেহেদী হাসান ও তাইজুলদের উন্নতিও আমার চোখে পড়েছে।’

    অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের আগে মাত্র দিন তিনেক সময় পাচ্ছেন যোশি। এই অল্প সময়ের মধ্যে কতদূর কী করা সম্ভব? যোশি অবশ্য আশাবাদী, ‘অন্তত চার থেকে পাঁচটি অনুশীলন সেশন পাব। সেটা আমাকে স্পিনারদের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে। আমার মনে হয় যোগাযোগটাই আসল ব্যাপার। খোলামনে কথা বললে ভালো কিছুই হবে।  বাংলাদেশের স্পিনারদের দারুণ সম্ভাবনা দেখছি আমি। ওদেরকে সাহায্য করার জন্য আমার সাধ্যের মধ্যে যতদূর সম্ভব সবকিছুই করব।’

    এর আগে ওমানের বোলিং কোচ হিসেবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন যোশি। আর হায়দরাবাদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিন মৌসুমে কাজ করেছেন।

    টেস্ট ক্রিকেটে গত কিছুদিনে বাংলাদেশের উন্নতিও নজর এড়ায়নি যোশির, ‘গত বছর বাংলাদেশ নিজেদের মাটিতে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে। হায়দরাবাদেও ওরা ভালো করেছে। আর শ্রীলঙ্কাতে জয় ওদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার মতো একটা দল বাংলাদেশের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে পারবে। আশা করি কোচ ও সাবেক একজন স্পিনার হিসেবে আমি নিজের অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারব।’

    বাংলাদেশের সঙ্গে অবশ্য আলাদা একটা স্মৃতি আছে যোশির। ১৭ বছর আগে ঢাকার বাংলাদেশের অভিষেক টেস্টে হয়েছিলেন ম্যাচসেরা। সবশুদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ১১০ উইকেট।