• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    বাংলাদেশের সঙ্গে চ্যালেঞ্জ দেখছেন অ্যাগার

    বাংলাদেশের সঙ্গে চ্যালেঞ্জ দেখছেন অ্যাগার    

    চার বছর দলের বাইরে। আবার যখন সুযোগ এলো, সেই চার বছরের দিকে ফিরে তাকিয়ে কী মনে হবে আপনার? ‘দুঃসময়’? দুঃসময় না হলেও ‘কঠিন সময়’ তো বটেই। অ্যাশটন অ্যাগারেরও তাই হয়েছে, নিজের প্রথম সিরিজে দুই টেস্ট খেলার পরই বাদ পড়েছেন, ফিরছেন বাংলাদেশের সঙ্গে। তবে এই কঠিন সময়কে নিজের অভিজ্ঞতার একটা অংশ মনে করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার, মনে করছেন এ সময়ে করা অতিরিক্ত বোলিং তাকে আরও পোক্ত করে তুলেছে। শিখেছেনও অনেক কিছু। 
     

    অ্যাগার তাই অপেক্ষায়, টেস্ট দলে ফেরার সুযোগের। কোচ ড্যারেন লেম্যানও ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়া নামবে দুই স্পিনার নিয়েই। ন্যাথান লায়নের সঙ্গী সেই দ্বিতীয় স্পিনার হিসেবে নিজেকেই একটু এগিয়ে রাখতে চান অ্যাগার নিজেও, ‘আশাবাদি, আমি বেশ আশাবাদি। যদি সে (লেম্যান) দুই স্পিনার খেলানোর কথা বলে থাকে, তবে আমি বেশ ভাল জায়গায় আছি। মিচ সুয়েপসন আসলেই ভাল বোলার, তবে আমার মনে হয় সুযোগটা আমারই ভাল।’ 
     

    স্কোয়াডে সুযোগ পেয়েছেন অবশ্য স্টিভ ও’কিফের চেয়ে তাকেই নির্বাচকরা এগিয়ে রেখেছিলেন বলে। ভারত সফরে ভাল করার পরও বাদ পড়েছেন ও’কিফ, তবে এর জন্য চাপ অনুভব করছেন না একদমই, ‘নাহ, এটা ব্যাপার না। চাপ শুধু নিজের কাছ থেকে কী পাচ্ছি, সেটায়। এখন আমার নিজের ওপর তেমন চাপ নেই, আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি। দলের নিজের ভূমিকাটা ঠিকঠাক পালন করতে পারলেই হলো, আর সবকিছু দূরে সরিয়ে রাখতে চাই, সব রকম কথাবার্তা। বুফ(লেম্যান) যে কাল সংবাদ সম্মেলন করে গেছে, আমি তো এটাও জানতাম না!’ 
     

    সিরিজে স্পিনের সঙ্গে রিভার্স সুইং-ও ভূমিকা রাখবে বলে মনে করছেন অ্যাগার, ‘এসব উইকেটে তো স্পিন ধরেই সাধারণত। তবে রিভার্স সুইং পাওয়া গেলে আমাদের পেসাররা অনেক ভাল বোলিং করতে পারবে। তারাও বেশ বড় ভূমিকা পালন করবে, যদি সুযোগ পায়। তবে স্পিনের ভূমিকা নিয়ে কোনও সন্দেহ নেই।’ 
     

    বাংলাদেশ দলে বাঁহাতিদের বিপক্ষে বোলিং করাটাকেও চ্যালেঞ্জ মানছেন তিনি, ‘বাঁহাতিরা টার্নের দিকেই মারবে, তারা তো বেশ আক্রমণাত্মক সব ব্যাটসম্যান। এটা বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে বেশি আক্রমণাত্মক হওয়াটা উইকেটও এনে দিতে পারে। ব্যাপারটা তখন আমাদের পক্ষে আসবে।’ 

    সুযোগ পেলে ব্যাটিংয়েও কিছু করে দেখাতে চান, 'আমি সব বিভাগ নিয়েই সমান কাজ করেছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সবকিছুতেই থাকি বলে খেলাটা বেশ উপভোগ করছি। আমার ব্যাটিং নিয়ে আমি উচ্চাভিলাষি, সুযোগ পেলে কিছু রান করার আশাও করছি।'