• লা লিগা
  • " />

     

    কুতিনহোর জন্য বার্সার চতুর্থ প্রস্তাব

    কুতিনহোর জন্য বার্সার চতুর্থ প্রস্তাব    

    দলবদলের সময় শেষ হতে বাকি আর আট দিন। গত একমাসের চেষ্টার পরেও কুতিনহোকে দলে ভেড়াতে পারেনি বার্সা। এবার তাকে কেনার জন্য হয়তো শেষবারের মতো একটা চেষ্টা চালাবে বার্সেলোনা। জানা গেছে, কুতিনহোকে কেনার জন্য লিভারপুলের কাছে ১৩৮ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে তারা। 

     

    প্রথম তিনবার বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। ৭২, ৯০ ও ১১৪ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে কুতিনহোর বার্সাতে আসা। এই মৌসুমের দলবদলের শেষ সময় ৩১ আগস্ট হওয়ায় সময়ও বেশি নেই বার্সার হাতে।

     

    নেইমারের বিদায়ের পর হন্যে হয়েই তার ‘বিকল্প’ খুঁজছে কাতালানরা। শুরু থেকেই বার্সার প্রধান লক্ষ্য ছিল কুতিনহো। কুতিনহো নিজেও বার্সায় আসার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে লিভারপুল তাকে ছাড়তে চাইছে না। চতুর্থ প্রস্তাবে লিভারপুলকে ১৩৮ মিলিয়ন দিতে চাইছে বার্সা।

     

     

    এদিকে দলের সাথে অনুশীলনে যোগ না দেওয়ায় কুতিনহো ও লিভারপুলের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। লিভারপুল কোচ ক্লপ অবশ্য বলছে, দুই পক্ষের মাঝে সব স্বাভাবিক আছে, “আমাদের দুজনের মাঝে সব স্বাভাবিক আছে। গত কয়েকদিন ধরে সে কিছুটা অসুস্থ, তাই সে অনুশীলন করতে পারছে না। তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না বলেই অনুশীলন থেকে দূরে থাকতে বলেছি।”