• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    ছোটোখাটো হিটস্ট্রোক করে বসেছিলেন ম্যাক্সওয়েল

    ছোটোখাটো হিটস্ট্রোক করে বসেছিলেন ম্যাক্সওয়েল    

    ১১ বছর পর আবার বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। সীমিত ওভারে খেললেও সাদা পোশাকে সাকিব-তামিরা একেবারেই অচেনা স্মিথদের। তবে আগস্টের তাঁতিয়ে দেওয়া রোদও অস্ট্রেলিয়ার জন্য অদৃশ্য একটা প্রতিপক্ষ। এর মধ্যেই সেটা ভালোভাবেই বুঝতে পেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, প্রথম দিন ছোটোখাটো একটা হিটস্ট্রোকই করে বসেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

    বাংলাদেশে আসার আগে এক সপ্তাহ ডারউইনে ক্যাম্প করে এসেছে অস্ট্রেলিয়া। সেখানকার উইকেট, আবহাওয়া অনেকটাই ছিল ঢাকার মতো। কিন্তু ঢাকার এই রোদ-এই বৃষ্টিতে তাঁদেরও নাভিশ্বাস উঠছে চরমে। বৃষ্টির জন্য দুই দিন যেমন অনুশীলন কাটছাটও করতে হয়েছে। ম্যাক্সওয়েল জানালেন, বৃষ্টির পরে গরমটাই বেশি ভোগাচ্ছে, ‘গতকাল আসলে কাজটা খুব কঠিন ছিল। সারারাত ও সকালে বৃষ্টি হওয়ার পর মাঠ থেকে আর্দ্রতা উঠে আসছিল। আমাদের একটু বেশিই ঘাম ঝরাতে হয়েছে। সত্যি বললে, গত কয়েকদিন থেকেই এটা হয়েছে। এখন আমরা প্রথম দিনের জন্য শেষ প্রস্তুতি নিচ্ছি। এখানে এই সময়টুকু আমরা উপভোগই করেছি।’

    পরেই ম্যাক্সওয়েল জানালেন, প্রথম দিনের অনুশীলন শেষে গরমে একটু বেশিই ভুগতে হয়েছিল, ‘প্রথম দিনেই আমার ছোট একটা হিটস্ট্রোক হয়েছিল। শুরুতেই একটা ধাক্কা আর কী! বাইরে বেশ কিছুটা সময় দৌড়েছিলাম। এরপর ভেতরে গিয়ে ফিটনেস টেস্ট করার পর আবার বাইরে আসাতেও সমস্যা হয়ে গেছে। শরীরটাও একটু বেগড়বাই করছিল। তবে ভালো একটা গোসল নিয়ে ও প্রচুর তরল খাওয়ার পর এখন আমি সুস্থ আছি।’

    কিন্তু মিরপুরের উইকেট কি স্পিন-বান্ধব মনে হয়েছে? ম্যাক্সওয়েল উইকেট নিয়ে খুব একটা জুজু দেখছেন না, ‘উইকেট দেখে তো ডারউইনের মতোই মনে হচ্ছে। সেখানে আমাদের কঠিন কন্ডিশনে ব্যাট করতে হয়েছিল। সবার খুব ভালোই পরীক্ষা হয়েছিল। আমার মনে হয় প্রথম টেস্টে যে উইকেট থাকবে, তার জন্য সবার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।’