• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'প্রত্যেকটা সেশন লড়াই করে জিততে হবে'

    'প্রত্যেকটা সেশন লড়াই করে জিততে হবে'    

    ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করাতে অনেক বড় একটা অবদান ছিল স্পিনের। তবে তামিমের সেঞ্চুরি, মুমিনুল-ইমরুলের ফিফটিগুলোও ছিল বেশ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজেও শুধু স্পিনিং উইকেট বানিয়েই জেতা যাবে না, ভাল করতে হবে ব্যাটিংয়ে, পেস বোলিংয়েও। সহ-অধিনায়ক তামিম ইকবাল মনে করছে এমনই। 

    কন্ডিশনিং ক্যাম্প কিংবা প্রস্তুতি ম্যাচের সময়, তামিম সেভাবে কথা বলেননি সংবাদম্যাধ্যমের সঙ্গে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শুরুর আগে একটা মোটরসাইকেল কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন, তামিম কথা বলেছেন সেখানেই। 

    ‘অবশ্যই আমাদের হোম কন্ডিশনে বল স্পিন করবে। যদি স্পিনারদের সহায়তা থাকে উইকেটে, তাহলেও আমাদের স্পিনারদের ভালো বল করতে হবে, ব্যাটসম্যানদের ভালো করতে হবে, পেসারদেরও ভাল করতে হবে। আমাদের হোম কন্ডিশনে স্পিন ভালো হয়, ওদের উচ্চমানের স্পিনার আছে, নাথান লায়ন বেশ ভালো স্পিনার। আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। আমরা স্পিন উইকেট বানিয়েই যে জিতে যাবো এমন কিছু না আসলে। ওই স্পিন উইকেটে ওদের জন্য যেমন রান করা কষ্ট হবে আমাদের জন্যও রান করা কষ্ট হবে। যারা ভালোভাবে নিজেদের স্কিল কাজে লাগাতে পারবে, ওই পাঁচ দিনে তাদেরই জেতার সম্ভবনা বেশি।’


    সিরিজের জন্য প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তামিম, ‘এ সিরিজের জন্য আমরা যতদিন ধরে প্রস্তুতি নিয়েছি, আমার মনে হয় প্রায় সব জায়গায় ‘কাভার’ করেছি। এখন শুধু সেসব করে দেখানোর পালা। আরও যে দুই দিন সময় আছে এর মধ্যে ছোট ছোট যে কাজ করার দরকার সেগুলোই করছি। পাশাপাশি কোন জায়গা থেকে আরও ভাল উপায়ে কাজ করতে পারি তাই নিয়েই করছি। আশা করবো যে ২৭ তারিখের মধ্যে আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যাব। আশা করছি খুব ভালো টেস্ট সিরিজ হবে।’ 


    স্টিভ স্মিথ বা অস্ট্রেলিয়ান দলের অন্যান্যরা মানছেন, ঘরের মাঠে বিপজ্জনক বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সও তাই বলে। তবে সবকিছু পাঁচদিনেই নির্ধারিত হবে বলে মত তামিমের, ‘ঘরের মাঠে খেলছি, আমাদের একটা বাড়তি সুবিধা থাকবে। তবে খেলার আগেই তো আমরা জিততে পারবো না, পাঁচটা দিন ভালো খেলে প্রত্যেকটা সেশন লড়াই করেই জিততে হবে। আর অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে বলে আগের থেকে হেরে যাবে এমন কিছুও না। ওরা খুব পেশাদার দল, টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা দল। ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কিংবা জিততে হলে প্রতিটা সেশন বলেন আর প্রতিটা বল বলেন, সব লড়াইয়েই জিততে হবে। আগে। এটা সহজ হবে না, বরং কঠিনই হবে। তবে অসম্ভবও না। সব মাথায় রেখেই আমরা এগুচ্ছি, সবকিছু মাথায় রেখে আমরা অনুশীলন করছি দেড় মাস ধরে।’