• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    সাকিব-মুস্তাফিজের কথাই বললেন ম্যাক্সওয়েল

    সাকিব-মুস্তাফিজের কথাই বললেন ম্যাক্সওয়েল    

    স্পিনিং উইকেট হবে, এটা প্রায় নিশ্চিতই। অস্ট্রেলিয়াও খেলাবে দুই স্পিনার। তবে গ্লেন ম্যাক্সওয়েল আলাদা করে বলছেন মুস্তাফিজুর রহমানের কথাও। আইপিএল, টি-টোয়েন্টি, ওয়ানডেতে মুস্তাফিজকে খেললেও, লাল বলের ‘পরীক্ষা’টা বাকি আছে অস্ট্রেলিয়ার। মুস্তাফিজ তাই সমীহ পাচ্ছেন ম্যাক্সওয়েলের কাছে, ‘মুস্তাফিজ অবশ্যই ব্যতিক্রমি একজন বোলার। তার আগমনী বার্তা দেয়ার সেই মৌসুমেই আমরা তার বোলিং খেলেছিলাম আইপিএলে। আমার মনে হয়, টেস্ট একটু বেশি খেলার পর তার পেস একটু কমে এসেছে। তবে সে এখনও অসাধারণ একজন বোলার, যে সুইং করাতে পারে, অবিশ্বাস্য এক স্লোয়ার দিতে পারে। সে সাধারণ বাঁহাতি পেসার না। তার খুবই নমনীয় একটা কবজি আছে, শেষ মুহুর্তে যেটা সে ঘুরিয়ে নিতে পারে। স্লোয়ার কিংবা সাধারণ ডেলিভারি, দুইটা দেখতে একেবারেই একরকম। এটা ধরতে পারা খুবই কষ্টের।’ 

    দলে পূর্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবে খেলছেন, তবে বাংলাদেশ আসার আগেই বলেছিলেন, অবদান রাখতে চান বোলিংয়েও। এজন্য নিজের অ্যাকশন নিয়েও কাজ করেছেন। সাকিবের সঙ্গে নিজেকে তাই একই কাতারে দেখতে নারাজ তিনি, ‘আমি বোধহয় বেশি করে ব্যাটসম্যান, আর সাকিব তো পুরোদস্তুর অলরাউন্ডার। আমি রান করার চেষ্টা করবো, সঙ্গে দলের অফস্পিনারদের সাহায্যের চেষ্টা করবো প্রয়োজনে।’ 

    ‘সাকিব বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার। দারুণ একজন ক্রিকেটার। এই ক্রিকেটারদের বিপক্ষে আমাদের বেশ ভাল খেলতে হবে, তাদের প্রভাব কমিয়ে দিতে যাতে আমরা টেস্ট সিরিজে শীর্ষে থাকতে পারি।’