'রান করেই সমালোচকের মুখ বন্ধ করবে খাওয়াজা'
এই বছরের শুরুতে শেষবার সাদা পোশাকে দেখা গেছে তাকে। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ওই টেস্টের পর আর টেস্ট খেলা হয়নি উসমান খাওয়াজার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আবারো দলে ডাক পেয়েছেন। ইনজুরির কারণে সফরে না আসতে পারা মিচেল স্টার্ক বলছেন, এই সিরিজে নিজের পারফরম্যান্স দিয়ে নিন্দুকের মুখ বন্ধ করবেন খাওয়াজা।
অভিষেকের পর থেকেই বারবার বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে দলে ফিরে নিজেকে প্রমাণও করেছেন। স্টার্ক মনে করেন, এবারো সেরকম কিছুই করে দেখাবেন খাওয়াজা, “গত কয়েক মাসে সে অনেক পরিশ্রম করছে। মাঠে নামার জন্য মরিয়া হয়ে আছে সে। বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য সে প্রস্তুত। আশা করি সে একাদশে থাকবে এবং বড় রান করে সমালোচকদের মুখ বন্ধ করবে।”
সাকিব-মিরাজদের স্পিন সামলাতে বিশেষ পদ্ধতিতে অনুশীলনও করছেন অজি ব্যাটসম্যানরা। স্টার্ক বলছেন, বাংলাদেশের স্পিনের বিরুদ্ধে খাওয়াজার ব্যাটিং কৌশল অনেক কাজে দেবে, “দলের অন্য যেকোনো ব্যাটসম্যানের চেয়ে সে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে স্পিন খেলে। ভারতের বিপক্ষে সিরিজের সময় এবং আইপিএল চলাকালে সে নিজেকে ওভাবে তৈরি করেছে। ভারত ও বাংলাদেশের কন্ডিশন পুরোপুরি এক না হলেও সে এখানেও ভালো করবে।”
ভারতের বিপক্ষে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজের ভুলগুলো শুধরে নিতে বললেন স্টার্ক, “আমরা যেভাবে ভারতের স্পিনারদের সামলেছি, সেটায় আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে দলের। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ভালো করতে পারিনি। উপমহাদেশে সিরিজ জিততে হলে এসব ব্যাপারে আরও মনযোগী হতে হবে।”