বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান যাচ্ছেন তামিম
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য বিশ্ব একাদশ আসছে পাকিস্তানে, সেটি জানা ছিল আগেই। সেই একাদশে তামিম ইকবাল থাকছেন, এমন একটা গুঞ্জনও হাওয়ায় ভাসছিল। অবশেষে সেটিই সত্যি হয়েছে, বিশ্ব একাদশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সিরিজের পর পরই পাকিস্তানে উড়ে যাচ্ছেন তামিম।
সেই ২০০৯ সালে শ্রীলঙ্কার জঙ্গি হামলার পর পাকিস্তানে আর কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজ হয়নি। দুই বছর আগে জিম্বাবুয়ে এলেও এরপর আর কোনো দল সেখানে যেতে হয়নি। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অংশ হিসেবে এবারের পিএসএল ফাইনাল হয়েছে সেখানে। বাংলাদেশ থেকে এনামুল হক বিজয় গিয়ে খেলেও এসেছে। এর মধ্যে শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাচ্ছে। এবার বিশ্ব একাদশের সফর দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল।
বিশ্ব একাদশে তামিম ছাড়াও আছেন এই সময়ের আরও বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি থাকছেন অধিনায়ক, থাকছেন হাশিম আমলাও। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইমরান তাহির ও মরনে মরকেলও আছেন। আবার পল কলিংউডের মতো সাবেক ক্রিকেটারও আছেন সেখানে। সাতটি দেশ থেকেই ১৩ জন ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে, তবে ভারত তাদের কোনো ক্রিকেটার পাঠাতে রাজি হয়নি। এই দলের কোচ হিসেবে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার।
সেপ্টেম্বরের ৯ থেকে ১৫ পর্যন্ত লাহোরে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। সেটি শেষ করেই তামিমের উড়ে যাওয়ার কথা পাকিস্তানে।
বিশ্ব একাদশঃ ডু প্লেসি (অধিনায়ক), তামিম, আমলা, বদ্রি, বেইলি, কলিংউড, কাটিং, এলিয়ট, মিলার, মরকেল, পেইন, থিসারা পেরেরা, স্যামি।