• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'পাকিস্তানে ক্রিকেট ফেরানোর উদ্যোগ আরও আগে হলে ভালো হতো'

    'পাকিস্তানে ক্রিকেট ফেরানোর উদ্যোগ আরও আগে  হলে ভালো হতো'    

    বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম ইকবাল, আইসিসি থেকে নিশ্চিত করা হয়েছিল কালই। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ শেষেই তামিম উড়ে যাবেন পাকিস্তানে। অনেক দিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত পাকিস্তান, তামিম পুরো ব্যাপারটিই দেখছেন চমৎকার একটা উদ্যোগ হিসেবে।

    মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান সফর নিয়েও প্রশ্ন উঠেছিল তামিমের কাছে। সেখানেই তামিম জানালেন, বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত, ‘দেখেন, প্রথমত এটা আইসিসি অনুমোদিত টুর্নামেন্ট। এটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ । বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করা একটা গর্বের ব্যাপার।’

    ২০০৯ সালে  শ্রীলঙ্কার ওপর সেই বাস হামলার পর থেকে পাকিস্তানে শুধু জিম্বাব্যেই গেছে। কিন্তু এখন পর্যন্ত আর কোনো পূর্ণাঙ্গ সফর হয়নি। তামিম দেরিতে হলেও এই চেষ্টাটা দেখছেন দারুণ একটা উদ্যোগ হিসেবে,  ‘আমার কাছে মনে হয় ক্রিকেটের দশটা দেশ (নতুন করে যোগ হয়েছে আফগানিস্তান ও আয়ারলান্ড) একটা পরিবারের মতো।  কাউকে না কাউকে চেষ্টা করতেই হবে যেন পাকিস্তানে ক্রিকেট ফেরে। আমার মনে হয় পাকিস্তানে ক্রিকেট ফেরানোটা দারুণ একটা উদ্যোগ। এটা আশা করতে পারি, এবারের উদ্যোগটা সফল হলে সামনে অনেক দল সেখানে খেলতে যাবে। একটা না একটা সময় এটা শুরু হওয়ার দরকার ছিল। প্রথম পদক্ষেপ হিসেবে সেখানে থাকতে পারাটা চমৎকার ব্যাপার। এটা হয়তো আগে হলে আরও ভালো হতো।’