• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    উইকেট দেখে অবাক নন স্মিথ, মুশফিকের 'রহস্য'

    উইকেট দেখে অবাক নন স্মিথ, মুশফিকের 'রহস্য'    

    মিরপুর টেস্টের আগে সবচেয়ে বড় রহস্য কী? আবহাওয়ার কথা বলতে পারেন কেউ, আজ সারাদিন আকাশ মোটামুটি হাসি মুখে থাকলেও কালই যে মুখ গোমড়া করে ফেলবে না সেই নিশ্চয়তা নেই। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তাই বলছে। তবে আবহাওয়ার মতো উইকেট নিয়ে রহস্যও কম নয়। ইংল্যান্ডের সঙ্গে অমন উইকেট হলে ম্যাচ শেষ হয়ে যেতে পারে তিন দিনেই। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য উইকেট দেখে খুব অবাক হননি।অস্ট্রেলিয়ার একাদশ দেখেও বোঝা গেল, এবারও স্পিনাররাই হতে পারেন মূল নিয়ন্তা। তবে মুশফিকুর রহিম বলে গেলেন, মিরপুরের উইকেট পড়তে পারাটা কঠিন। শেষ পর্যন্ত তাহলে কী হবে? 


    উইকেট নিয়ে এই 'লুকোচুরিটা' অবশ্য চলছে কদিন থেকেই। সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসেই স্মিথ-ওয়ার্নার উইকেট দেখতে নেমে গিয়েছিলেন মাঠে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ অবশ্য উইকেটের সব গোমর ফাঁস করবে না স্বাভাবিকভাবেই। তবে অস্ট্রেলিয়া যে অনেকটাই আঁধারে, কাল সেটা জানালেন নাথান লায়ন। এক অনুষ্ঠানে দেখা হওয়ার পরেও চন্ডিকা হাথুরুসিংহে কিছু বলেননি অস্ট্রেলিয়ান অফ স্পিনারকে। কাল দুইটি উইকেট খোলা থাকলেও কোনটিতে খেলা হবে, সেটা জানতেন না স্মিথদের কেউ।

     
    অবশেষে আজ উইকেটটা দেখে এসেছেন স্মিথ। সেটি দেখে খুব একটা অবাকও হননি, 'উইকেট দেখেছি, খুব একটা অবাক হইনি আসলে। আমার কাছে মনে হয়েছে, শুরুতে মন্থরই থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে বল ঘুরতে থাকবে। সেটার জন্য আমরা তৈরি।' স্মিথ অবশ্য আত্মবিশ্বাসী হতেই পারেন। এই বছর পুনেতে যে র‍্যাঙ্ক-টার্নারে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া, লায়ন সেটিকে তাঁর দেখা সবচেয়ে বাজে উইকেটই বলেছিলেন। সেবারের নায়ক ওকিফ এবার নেই, তবে লায়ন-অ্যাগাররাও তৈরিই থাকবেন।


    তবে মুশফিক আবার অতটা নিশ্চিত নন। একাদশ নিয়ে এখনও কোনো আভাস দেননি। উইকেট নিয়েও পরিষ্কার করে কিছু বলতে পারলেন না, 'আসলে মিরপুরের উইকেট পড়াটা কঠিন। আবহাওয়া-কন্ডিশনও ভিন্ন।  যদিও আমরা অনুশীলন করার সুযোগ পেয়েছি তারপরও উইকেট নিয়ে আগে থেকে অনুমান করা কঠিন। এরকম আবহাওয়ায় উ্ইকেটের চরিত্র সব সময় পরিবর্তন হতে থাকে। দেখা যায় সারাদিন রোদ পাওয়া যায় না আবার একটা সময় পাওয়া যায়। যেটাই হোক দুই দলের জন্য সব কিছু সমান হবে।' তবে উইকেটটা যে বাংলাদেশ দল বেশি ভালো বুঝতে পারবে, সেটা নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, 'আমরা এখানে শেষ পাঁচ-ছয় বছর ধরে অনুশীলন করছি, ম্যাচ খেলেছি। একটু হলেও আমাদের ওদের থেকে ভালো আইডিয়া আছে।'  


    উইকেটের সঙ্গে প্রশ্ন উঠল মাঠ নিয়েও। আগের সেই সবুজ ঘাসের গালিচা অনেকটাই হয়ে গেছে বাদামী। সকালে এসে যেটিকে মনে হয়েছে কিছুটা এবড়ো থেবড়োও। এরপর অবশ্য রোলার দিয়ে অনেকটাই সমান হয়ে যাওয়ার কথা, তবে সমস্যা থাকলে দুই দলকেই ভুগতে হবে একই রকম।