• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    বাংলাদেশকেই 'ড্রাইভিং সিটে' দেখছেন সাকিব

    বাংলাদেশকেই 'ড্রাইভিং সিটে' দেখছেন সাকিব    

    অস্ট্রেলিয়া আর বাংলাদেশের ব্যবধান কত? 


    প্রথম দিন শেষে উত্তরটা সহজ। চার রানের। আজ ব্যাট করতে নেমে শুরুতেই ১০ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়েছে ১৪ রানে। এরপরেই বাংলাদেশের দুর্দান্ত একটা জুটি হয়েছে। অস্ট্রেলিয়ারও সেরকম কি কিছু হবে? 


    সেটা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। তবে প্রথম দিন শেষে কারা এগিয়ে, সেটা নিয়ে তেমন কোনো সংশয় নেই সাকিব আল হাসানের, 'আমরা হয়তো এখন ড্রাইভিং সিটে আছি। তবে কালকে একটা নতুন দিন এবং আমাদের আরো সাতটা উইকেট নিতে হবে। সুতরাং সেটাও আমাদের মাথায় আছে। এ ছাড়া ওদের ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে। আমাদের ফোকাস ঠিক রাখতে হবে।'  তবে সাকিব জানেন ম্যাচের আরও অনেক রঙ বদলানোর বাকি। সেটার জন্যও প্রস্তুত থাকতে চান, 'প্রতিটি দিনেই নতুন নতুন পরিস্থিতি আসে। সেগুলো ঠিকভাবে হ্যান্ডল করাটাই জরুরি।'

     

     

    তবে সাকিব যতটা নিঃসংশয়, নাথান লায়ন ততটা নয়। অস্ট্রেলিয়ার কাগজে কলমে সর্বকালের দ্বিতীয় সেরা স্পিনার অবশ্য স্বীকার করে নিলেন, আপাতত বাংলাদেশের পক্ষেই হেলে আছে, 'ম্যাচ আসলে এখন সমতায় আছে। তবে খুব সম্ভবত মোমেন্টাম এখন বাংলাদেশের পক্ষেই। ' তারপরও লায়ন মনে করিয়ে দিলেন, বাংলাদেশকে ৩০০র নিচে আটকে রাখতে পারাটা বড় সাফল্য, 'টসে হেরে একটা দলকে ২৬০ বা ৩০০র নিচে আটকে রাখা বোলিং দলের জন্য খুব ভালো ফল। শুরুতে উইকেট হারানোটা খুব একটা ভালো কথা নয়, কিন্তু এটাই খেলা। সেই কৃতিত্ব ওদের।' লায়ন তাই আশায় বুক বাঁধছেন, 'এই মুহূর্তে ক্রিজে দুজন প্রতিভাবান ব্যাটসম্যান আছেন। একজন তো বিশ্বসেরা। পিচে এমন কোনো জুজু নেই। তাই আমাদের এখনও সুযোগ আছে।' 


    তবে সাকিবরা সেই সুযোগটা দিতে চাইবেন না নিশ্চিতভাবেই। সেজন্য স্মিথকে আউট করাটাই মানছেন বড় চ্যালেঞ্জ হিসেবে, 'ওই সবচেয়ে বড় হুমকি। ও বিশ্বের এক বা দুই নম্বর ব্যাটসম্যান। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলে। সর্বশেষ ও যখন ভারতের হয়ে খেলেছে। কয়েকটা সেঞ্চুরি করেছে। ওর মতো বিশ্বমানের মতো ব্যাটসম্যানকে বোলিং করা বিরাট চ্যালেঞ্জ। ওই সবচেয়ে বড় হুমকি।'

     

     


    কিন্তু উইকেট কি গত বছরের মিরপুরের মতোই আচরণ করছে? সেবার প্রতিদিনই ব্যাট করা আগের চেয়ে কঠিন হয়েছে। ম্যাচটা শেষ হয়ে গেছে তিন দিনের মধ্যেই। সাকিব অবশ্য এখনই এমন কিছু বলতে পারছেন না। তবে পাঁচদিনে ম্যাচ যাওয়ার সম্ভাবনা দেখছেন না খুব একটা, 'এখন পর্যন্ত যা হলো, তাতে মনে হয় না পাঁচদিন যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো কাল উইকেট একটু ভালো আচরণ করতে পারে। প্রতিটি দিনই আসলে নতুন। দিনের শুরুতে হয়তো কিছুটা প্রেডিক্ট করা যেতে পারে। কিন্তু এখন কিছু বলে দেয়া মুশকিল।' 


    তবে সাকিবের ওই কথাটাই হয়তো আসল, স্মিথকে কত দ্রুত আউট করা সম্ভব তার ওপরেই নির্ভর করছে ম্যাচের গতিপথ।