• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    চট্টগ্রাম নয়, ইংল্যান্ড যাচ্ছেন মোসাদ্দেক

    চট্টগ্রাম নয়, ইংল্যান্ড যাচ্ছেন মোসাদ্দেক    

    অস্ট্রেলিয়া সফরের এইচপি দলে লিটন দাশ ছিলেন অধিনায়ক। লিটন এবার জাতীয় দলে, সেবারের সহ অধিনায়ক নাজমুল হাসান শান্তই এবার নেতৃত্ব দেবেন ইংল্যান্ডগামী এইচপি দল। আগামী ৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে এইচপি দল, সেখানে শান্ত সতীর্থ হিসেবে পাচ্ছেন জাতীয় দলের মোসাদ্দেক হোসেন, আল আমিন ও শুভাশীষ রায়কে। 


    চোখের সমস্যার জন্য মোসাদ্দেক হোসেন প্রথম টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন। চট্টগ্রাম টেস্টে খেলা হবে কি না, সেই সংশয়ও এখন আর রইল না। ইংল্যান্ডে যাওয়া মানে ৪ সেপ্টেম্বর থেকে শুরু পরের টেস্টেও থাকছেন না মোসাদ্দেক। তবে ইংল্যান্ডে দলের সঙ্গে হয়তো নিজের চিকিৎসাও করিয়ে নিতে চাইবেন। শুভাশীষ রায়ও শ্রীলঙ্কা সফরের দলের পর জায়গা পাননি অস্ট্রেলিয়া সিরিজে। এবার ইংল্যান্ডে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অনেক দিন থেকে জাতীয় দলের বাইরে থাকা আল আমিনও আছেন ১৬ জনের দলে।


    অস্ট্রেলিয়া দলের এনামুল হক বিজয়, মেহেদী মারুফ, ইমতিয়াজ হোসেন, আবুল হাসান রাজুরা নেই অস্ট্রেলিয়া দলে। জায়গা পেয়েছেন ইমরান আলী এনাম, সৈয়দ খালিদ হোসেন, মেহেদী হাসানরা পেয়েছেন সুযোগ। 


    ইংল্যান্ডে নর্দান্টস, নটিংহাম, ল্যাঙ্কাশায়ার, ওয়ারউইকশায়ার, উস্টারশায়ারের বি দলের সঙ্গে ৫০ ওভারের ম্যাচ খেলবে এইচপি দল। সবশুদ্ধ ওয়ানডে ম্যাচ খেলবে আটটি, কোনো তিন বা চার দিনের ম্যাচ নেই। ১৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন শান্তরা।

     

    ১৬ জনের দলঃ 

     নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),  মোসাদ্দেক হোসেন,, জাকির হাসান সাদমান ইসলাম, তানবীর হায়দার (সহ-অধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফ উদ্দিন, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার, এবাদত হোসেন, ইমরান আলী, সৈয়দ খালিদ হোসেন, শুভাশিস রায় চৌধুরী।

    অপেক্ষায় আছেন: মেহেদী হাসান সিদ্দিক, আজমির আহমেদ, আবুল হাসান, আবু জায়েদ চৌধুরী, নিহাদ-উজ-জামান।