'ব্যাট করা এখনো অতটা কঠিন নয়'
ইংল্যান্ডের সঙ্গে সেই মিরপুরই কি ফিরে এলো আবার? অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দুই দিন শেষে সেই প্রশ্নই তো উঠে আসছে বার বার। সেবারের মতো এবারও বল উল্টোপাল্টা বাউন্স করছে, কখনো লাফাচ্ছে, আবার নিচু হয়ে যাচ্ছে। তবে মেহেদী হাসান মিরাজ মনে করছেন, উইকেট এখনো অতটা কঠিন নয়। অ্যাশটন অ্যাগার অবশ্য বলছেন, উইকেটে ব্যাট করা আরও কঠিন হতে থাকবে। তবে উইকেট যে এখনো অতটা কঠিন নয়, সেটাও মানলেন।
ইংল্যান্ডের সঙ্গে গত বছর ওই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল তৃতীয় দিন শেষের আগেই। এবারও যে সেরকম কিছু হবে না, বলা কঠিন। তবে মিরাজ বলছেন, এখনো ব্যাট করাটা অসম্ভব হয়ে যায়নি, 'আমার কাছে মনে হয়, অত কঠিন না উইকেট। তার পরও মাঝেমধ্যে তো কঠিন হয়। উইকেট এরকম যে ভালো জায়গায় টার্ন করলে অনেক কিছু হতে পারে। টার্ন করতে পারে,সোজা যেতে পারে। '
উইকেটের চেয়ে বোলারদের কৃতিত্বই মিরাজ বড় করে দেখছেন, 'উইকেট যে রকমই হোক না কেন, বোলাররা ভাল জায়গায় বোলিং না করলে উইকেট পাওয়া অনেক কঠিন। সাকিব ভাই কিন্তু অসাধারণ বোলিং করেছে। তার পর ছোট ছোট আমি, তাইজুল অবদান রেখেছে। মুস্তাফিজ…উইকেট পায়নি,কিন্তু খুব ভালো বোলিং করেছে। রান নিয়ন্ত্রণ করেছে। উইকেট যেরকমই হোক, বোলাররা দায়িত্ব নিয়ে ভালো জায়গায় বল করে তাহলে ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হয়ে যায়।'
অ্যাগার অবশ্য সোজাসুজিই বলে দিলেন, 'ব্যাট করা অবশ্যই কঠিন হচ্ছে।' তবে এখনো ব্যাটসম্যানদের জন্য অশনী সংকেত দেখছেন না, 'ভালো দিক হচ্ছে, স্পিনটা খুব ভালোভাবে ধরলেও এখনো ব্যাট করা অতটা কঠিন হয়ে যায়নি। তবে দিন গড়ানোর সাথে সাথে সেই কাজটা কঠিন হতে থাকবে।' অ্যাগার অবশ্য স্পিনার হিসেবে উপভোগই করেছেন, 'বল বাউন্স করছে, ঘুরছে স্পিনাররা তো এমন উইকেট পছন্দ করবেই। ওরা অবশ্য স্পিন খুব ভালোভাবে খেলেছে, আমাদের ভালোভাবেই সামলেছে।'
সেই কাজটা কাল নিশ্চয়ই আরও ভালোভাবে সামলাতে চাইবেন তামিমরা!