• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'এই উইকেটে যে কোনো কিছুই হতে পারে'

    'এই উইকেটে যে কোনো কিছুই হতে পারে'    

    ক্রিকেটীয় পরিস্থিতি বলছে, ম্যাচের পাল্লা এখন কিছুটা হলেও হেলে আছে অস্ট্রেলিয়ার দিকে। ম্যাচ জয়ের জন্য দরকার ১৫৬ রান, এখনো হাতে আছে আট উইকেট। সবচেয়ে বড় কথা, ক্রিজে থিতু হয়ে গেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ, দলের দুই সেরা ব্যাটসম্যান। কিন্তু তামিম ইকবাল মনে করছেন, একটা উইকেটই পাল্টে দিতে পারে ম্যাচের রং। উইকেটের চরিত্র, তাতে যে কোনো কিছু হতে পারে বলেই মনে করেন বাংলাদেশের ওপেনার। 


    ইতিহাস অস্ট্রেলিয়াকে নিরাশ করবে। উপমহাদেশে ২০০ রানের বেশি তাড়া করেই জেতার রেকর্ড আছে একবার, সেটি অবশ্য বাংলাদেশের বিপক্ষেই। তবে আজকের ম্যাচ কিন্তু মনে করিয়ে দিচ্ছে প্রায় এক বছর আগে ইংল্যান্ডের ওই ম্যাচ। সেবারও ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে কোনো উইকেট না হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম উইকেটের পরেই হুড়মুড় করে ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং। তামিম এবারও এমন কিছু আশা করছেন।


    '১৫০ রান হয়তো খুব বেশি মনে হচ্ছে না।  ২৬০-২৭০ করতে পারলে খুশি থাকতাম। তবে আজকে আমাদের সুযোগ ছিল লিডটা ৩০০ বা তার একটু বেশি বাড়িয়ে নেওয়ার। সেদিক দিয়ে একটু হতাশ। তবে উইকেটটাই এরকম, আমরা এক দুই উইকেট নিই, এখন যারা আছে তাদের কাউকে আউট করতে পারলে কী হবে বলা যায় না। এরকম অনেক ম্যাচ দেখেছি আর ইংল্যান্ডের সঙ্গে তো আমরা খেলেছিও। ১০০ রানে শুন্য উইকেট ছিল, দেড়শ রানের মধ্যে অলআউট হয়ে গেছে ওরা। আবার এটাও ঠিক, আগে কী হয়েছে সেটা নিয়ে চিন্তা করলে হবে না। যে দুইজন ব্যাটসম্যান আছে ওদের সেরা দুইজন। এদেরকে তাড়াতাড়ি আউট করলে আমাদের বড় একটা সুযোগ থাকবে। এটা এমন একটা উইকেট, আগের তিন ইনিংসেই দেখেছি একটা উইকেট পড়লে দুই তিনটা পড়ে যায়। আমাদের ভালো জায়গায় বল করতে হবে।'

     


    আজ অবশ্য ২৮ রানে ২ উইকেট ফেলে দিয়েও পরে চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তামিম বলছেন, বোলিং আরেকটু ভালো হতে পারত, 'আজ আমরা আরেকটু ভালো বল করতে পারতাম। যে সময় দুইটি উইকেট পড়ে গেল ওই সময় আরেকটু টাইট বল করতে পারলে আরেকটা উইকেট পেতে পারতাম। আরকেওটা উইকেট পেলে আমাদের জন্য খুব ভালো একটা দিন হতো।'


    তবে মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, তাতে যে কোনো কিছু হতে পারে, বিশ্বাস তামিমের, 'উইকেটের পরিস্থিতি আমি বলব এটা অনুমান করা কঠিন। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমাদের ধৈর্য ধরে থাকতে হবে।'


    প্রথম দুই দিন ব্যাকফুটে থাকা পর আজ অস্ট্রেলিয়া দারুণভাবে ফিরেছে ম্যাচে। প্যাট কামিন্স তাই তাঁর দলেরই বেশি সুযোগ দেখছেন, 'আমার মনে হয় আমরা খুব ভালো অবস্থানে আছি। পিচটা প্রথম দিনের চেয়ে একটু সহজ হয়েছে। আর ২৬০ রানের কাছাকাছি লক্ষ্য থাকায় আমরা ম্যাচে আছি। কাল সকালে একটা ভালো শুরুই ম্যাচটা আমাদের পক্ষে নিয়ে আসতে পারে। আমার মনে হয়, আমরা খুব ভালো অবস্থানে আছি।'


    সেই অবস্থানটা ইংল্যান্ডের সঙ্গে সিরিজের মতো বদলে যাক, আপাতত এটাই চাইবে বাংলাদেশ।