• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    তামিম বলছেন, ক্যাচগুলো খুব কঠিন ছিল

    তামিম বলছেন, ক্যাচগুলো খুব কঠিন ছিল    

    সৌম্য সরকার যেন ভয় পেয়ে সরে গেলেন। পাশ কাটিয়ে চলে গেল বল, চেয়ে চেয়ে দেখলেন শুধু। ডেভিড ওয়ার্নারের রান তখন ১৪, বাংলাদেশের জন্য প্রথম ব্রেকথ্রু হতে পারতো সেটাই। তার চেয়েও বড় কথা, দিনশেষে ওয়ার্নারের ৭৫ রান থাকতো না, অস্ট্রেলিয়া এমন শক্ত অবস্থানে থাকতো না।

    কিছুটা একই কথা স্মিথের ক্ষেত্রেও প্রযোজ্য। স্টাম্পিং ভেবে নিজের হাঁটা দেয়ার আগেই ক্যাচ দিয়েছিলেন শর্ট লেগে, ইমরুল বলের গতির মতো ক্ষিপ্র হতে পারেননি। দিনশেষে স্মিথ এখনো অপরাজিত, বাংলাদেশের জন্য এখনও হুমকি হয়ে আছেন।

     

     

    অস্ট্রেলিয়া দলের সেরা দুই ব্যাটসম্যানের ক্যাচ ছেড়ে দেয়ার মাশুলটা বাংলাদেশ আজই দিয়েছে, কালও দিতে হলে ফসকে যেতে পারে ম্যাচই। তবে তামিম ইকবালের কাছে ক্যাচগুলোকে কঠিনই মনে হচ্ছে বেশ, ‘শুধু হাতে লেগে পড়ে গেছে মানেই যে সেটা ক্যাচ ছিল, এমন তো নয়। খুব কঠিন ছিল। সৌম্যরটা বেশ দ্রুত ছিল।’

    ‘স্মিথ ও ওয়ার্নারের ক্যাচ দুইটা নিতে পারলে আমরা অবশ্যই খুব ভালো অবস্থানে থাকতাম’, তামিম অবশ্য খানিকবাদেই আফসোসটা তুলে ধরছেন, এরপরই আবার শোনাচ্ছেন আশার বাণী, ‘এখনকার যে পরিস্থিতি, এখনো তাদের ১৫৬ রান লাগবে, এই অবস্থায় আমরা তাদের কাজ কঠিন করে তুলতে পারি, আবার সহজও করে দিতে পারি। আমাদের চেষ্টা থাকবে, ওদের কাজটা কঠিন করে দেয়ার। ওদের এই দুইটা উইকেটের যে কোনো একটা যদি নিতে পারি, তাহলে ম্যাচটা আবার “ওপেন” হয়ে যাবে।’

    ক্লোজ-ইন পজিশনে ফিল্ডিং আর সব জায়গা থেকে আলাদা। ক্ষিপ্রতা লাগে, বলের ওপর, ব্যাটের দিকে বেশ ভাল নজর রাখতে হয়। তামিম বলছেন, সৌম্য-ইমরুলই এসব জায়গায় তাদের পরীক্ষিত সেনানী, ‘দুইটা জায়গায়তেই ফিল্ডিং করা বেশ কঠিন। আমার কাছে মনে হয়, আমাদের সম্ভাব্য সেরা ফিল্ডাররা দাঁড়াচ্ছেন সেখানে। ইমরুল অনেক দিন ধরেই সেখানে দাঁড়ায়, সৌম্যও অনেক দিন ধরে করছে। একটা দুইটা জায়গায় আসলে খুব সহজ ক্যাচও খুব কঠিন। আমার কাছে তা মনে হয়। তবে যারা আছে তারা নিজেদের সেরাটা দিচ্ছে। তারা শুধু ম্যাচে এসে দাঁড়ায় না। বরং অনুশীলনেও কষ্ট করে। আমাদের ক্রিকেট যেমন উন্নত হয়েছে, ক্যাচিংয়েও উন্নতি হয়েছে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।'