হ্যাজলউডের বদলে দলে এলেন ও'কিফ
ভারতে দারুণ পারফর্ম করলেও বাংলাদেশের সফরে দলে যায়গা হয়নি। তবে ভাগ্য আবারো মুখ ফিরে তাকিয়েছে স্টিভেন ও’কিফের দিকে। ইনজুরিতে পড়া জস হ্যাজলউডের বদলে দলের সাথে যোগ দিতে বাংলাদেশের আসছেন ও’কিফ।
গতকাল মাত্র সাত ওভার বল করেই মাঠ ছাড়েন হ্যাজলউড। সন্ধ্যায় নিশ্চিত হয়, বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে তার। আজ সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, হ্যাজলউডের বদলি হিসেবে আসছেন ও’কিফ। যদিও মদ্যপ অবস্থায় অশোভন কথা বলার কারণে ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এপ্রিলে, গুণতে হয়েছিল ২০ হাজার ডলারের জরিমানাও।
এদিকে নির্বাচক কমিটির প্রধান ট্রেভর হনস জানিয়েছেন, কন্ডিশনের কথা মাথায় রেখেই ও’কিফকে আনা হচ্ছে, “ স্কোয়াডে জ্যাকসন বার্ড আছে, তাই আমাদের পেস আক্রমণ নিয়ে চিন্তার কিছু নেই। চট্টগ্রামের কন্ডিশনের কথা মাথায় রেখেই একজন বাড়তি স্পিনার নেওয়া হচ্ছে।”
ভারত সফরেও দলে থাকছেন না হ্যাজলউড। তার জায়গায় ওয়ানডে দলে ঢুকেছেন কেন রিচার্ডসন।