• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    আত্মবিশ্বাসের জয়, বার্তা পাঠানো জয়

    আত্মবিশ্বাসের জয়, বার্তা পাঠানো জয়    

    নাইজেল লং আঙ্গুল তুললেন, মুশফিকুর রহিম তুললেন স্টাম্প। ১১ বছর পর খেলতে নেমে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ, যে জয়টাকে সবাই বলে এসেছেন ‘সম্ভব’, সেই সম্ভবটারই বাস্তবায়ন হলো। ঘরের মাটিতে ওয়ানডেতে বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিক তকমা আছে বাংলাদেশের, এবার টেস্ট জয়ের অভ্যাসও গড়ে উঠছে। অধিনায়ক মুশফিক বলছেন, এ জয়টা অর্জনের খাতাতে থাকবে ওপরের দিকে, এ জয় আর যাই করুক, বাড়িয়ে দেবে আত্মবিশ্বাস।
     

    ‘অবশ্যই এটা তো অনেক বড় একটা অর্জন। এখন বলতেই পারি, এই ম্যাচটা ঐতিহাসিক ছিল। ফলের কারণে হয়তো কোনো ম্যাচকে মনে রাখা যায়। এটাকে আমি অনেক বড় অর্জনই বলবো।’

    ‘এই জয়গুলো আমাদের মতো দলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। এ ধরনের অভিজ্ঞতাগুলো সব সময়ই কাজে লাগে। আবার যখন এই ধরনের পরিস্থিতিতে পড়বো, আরও ভালোভাবে সামলাতে পারবো আমরা। আমি মনে করি এটা অনেক বড় একটা বার্তা।’


    সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ। শুধু ব্যাটিং-বোলিং না, বার্তা গেছে শরীরী ভাষায়, আগ্রাসন ছিল চিন্তা-চেতনায়,‘ওরাও বুঝেছে বাংলাদেশও কতটা আগ্রাসী হতে পারে। শুধু ব্যাট-বল না শারীরিক ভাষাতেও ওরা সেটা টের পেয়েছে। লাঞ্চের আগে যখন ৬ মিনিট ছিল, তখন ম্যাক্সওয়েল প্রায় ৫ মিনিটই সময় নিচ্ছিল যেন ওই ওভারের পর আর কোনো ওভার না হয়। যেখানে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চায় তারা এমন ব্যাকফুটে চলে গেছে যে, তারা চাচ্ছে না যে আরেকটা ওভার খেলি। এটা তো অনেক বড় একটা বার্তা’।




    তবে জয়ের আগেই শারীরিক ভাষায় অস্ট্রেলিয়া একটা বার্তা পেয়েছেন মুশফিকদের কাছ থেকে, ‘এমনকি আমাদের টেলএন্ডার যারা ব্যাটিং করতে গেছে তাদেরকে পর্যন্ত ওরা কথা বলেছে। ওরা জানে এই উইকেটে একটা-দুইটা রান কত গুরুত্বপূর্ণ। তবে আমরা ওদের সব কথাই ফিরিয়ে দিয়েছি। আমরা যে আগের জায়গায় নেই সেটা ওরা হাড়েহাড়ে টের পেয়েছে। বাংলাদেশ যদি ব্যাটে-বলে যে আগের জায়গায় নেই, যে কোনো অবস্থান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু খেলোয়াড় আছে সেটা ওরা বুঝেছে।’


    ‘এটা সহজ নয়। গত চারটা দিন অনেক কষ্ট করেছি। ওরাও অনেক লড়াই করেছে। শেষ পর্যন্ত ওদের লোয়ার অর্ডারও অনেক চেষ্টা করেছে। এটা বড় একটা সন্তুষ্টি। একই সঙ্গে এটা আমাদের শিক্ষাও। যতো বড় দলই হোক না কেনো, এই কন্ডিশনে আমরা যে কোনো পরিস্থিতিতে জিততে পারি। কেউ হয়তো বলতে পারে ইংল্যান্ডের বিপক্ষে আমরা কোনোমতে জিতে গেছি। কিন্তু এখন আর সেটা বলতে পারবে না। কারণ দুইটা বিশ্বমানের দলের সঙ্গে এটা সম্ভব নয়। এখানে আমাদের চারদিন ধরে ভালো খেলতে হয়েছে। এখানে ইতিবাচক দিকগুলো আমরা নিবো। একই সঙ্গে আমরা আরো উন্নতি করতে চাইবো।’


    সে অর্জনের খাতায় যুক্ত হবে লড়াই করার মানসিকতাটাও, ‘উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো না হলেও ওরা কিন্তু এখানে প্রায় সবাইকেই নিয়ে এসেছে। চার দিন লড়াই করেছি, সব সময় ওদের সমান সমানই ছিলাম। আজকে ওরা একটু এগিয়ে ছিল। তারপরও উইকেটে যেমন সহায়তা ছিল স্পিনারদের জন্য, আর ওদের ওপরের দুই ব্যাটসম্যান ছাড়া আর যারা আছে তাদের এই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা কমই আছে, তাতে এতটুকু বিশ্বাস আমাদের ছিল(তাদেরকে হারাতে পারবো)।’


    এখন সামনে তাকাতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘ভালো একটা ম্যাচ গেছে। এখন আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমাদের সিরিজ জয়ের সম্ভাবনা আছে, যা আমরা করতে চাই। এমন সুযোগ সব সময় আসে না। এমন চাপে অস্ট্রেলিয়া দল সব সময় থাকে না।’



    সিরিজ শুরুর আগেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায়। বিশেষ করে সাকিব বলেছেন এমন, তাঁর কথাকে অতি-আত্মবিশ্বাস বলেছিলেন ন্যাথান লায়ন। তবে এখন সাকিবরা নিজেরাই বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, যে বিশ্বাসটা যুগিয়েছে এই জয়।


    ম্যাচসেরা সাকিব বলছেন, ‘চেষ্টা তো থাকবে যেন জিততে পারি, সেজন্যই খেলব। নাও হতে পারে, আবার ভালোভাবেও জিততে পারি। যেখানে ভালো করেছি, সেটা আরও উন্নত করতে পারি। আর যেখানে খারাপ করেছি, সেটা থেকে যেন শিক্ষা নিতে পারি। অস্ট্রেলিয়া বলতে পারবে না আমাদের ২-০ তে হারাতে পারবে, আমরাও বলতে পারি না ওদের ২-০ তে পারব। তবে হ্যাঁ, এখন হয়তো সেটা সম্ভব।’


    সম্ভব অসম্ভবের হিসাবটা তোলা থাকতে পারে। আপাতত সাকিবরা প্রশংসা পাচ্ছেন স্টিভ স্মিথের কাছ থেকেও, ‘তারা যে দেশের মাটিতে খুবই বিপজ্জনক দল, সেটা তো আমরা দেখাতেই পেলাম। তারা আমাদের হারালো, তারা ইংল্যান্ডকে অল্প কয়েকদিন আগেই হারিয়েছে। এরকম কন্ডিশনে যে তারা বেশ আত্মবিশ্বাসী, সেটা তো বুঝাই যাচ্ছে। তামিম টপ অর্ডারে অনেক ভাল করেছে, সাকিব ব্যাটিং বোলিং দুইটিই ভাল করেছে। অভিজ্ঞরা এগিয়ে এসেছে। আসলে সব মিলিয়েই তারা খুব ভাল খেলেছে।’


    চট্টগ্রামে সেই বার্তা আরও ভালোভাবে দেওয়ার সুযোগ নিশ্চয় ছাড়তে চাইবে না বাংলাদেশ।