• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হলো তামিমের

    ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হলো তামিমের    

    অস্ট্রেলিয়া সঙ্গে টেস্ট জয়ের আনন্দে বুঁদ বাংলাদেশ। তবে এর মধ্যেই ছোট্ট একটা দুঃসংবাদ পেল বাংলাদেশ, আরও নির্দিষ্ট করে বললে তামিম ইকবাল। আম্পায়ারের ও প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অশোভন আচরণের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির আচরণবিধির লেভেল ১ অপরাধের জন্যই এই শাতি পেলেন তামিম।

    আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্টের নিষেধাজ্ঞা পেতে হবে। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে কলম্বো টেস্টের উর একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তামিম। কালকের ম্যাচের পর যোগ হলো দুই পয়েন্ট। আর দুই পয়েন্ট পেলেই নেমে আসবে নিষেধাজ্ঞার খড়গ।

    কিন্তু কী কারণে এই জরিমানা দিতে হলো? চতুর্থ দিন সকালে স্মিথ-ওয়ার্নার বার বার গ্লাভস বদল করছিলেন। তামিম সেটি নিয়ে আম্পায়ারদের সঙ্গে ক্রমাগত তর্ক করে গেছেন। সেখানেই শেষ নয়। ম্যাথু ওয়েড আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ্য অশোভন আচরণ করেছিলেন। এসবের জন্যই তামিমকে কাল ডেকে পাঠিয়েছিলেন ম্যাচ রেফারি জেফ ক্রো। অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি তামিমের।  

    সূত্র : আইসিসি