• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম-সাকিব

    ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম-সাকিব    

    মিরপুর টেস্ট দুই হাত ভরিয়েই দিয়েছে সাকিব আল হাসানকে। পরিসংখ্যান নিয়ে সাকিবের খুব একটা ভাবান্তর নেই, তবে রেটিং-র‍্যাঙ্কিংও তাঁকে দিয়েছে দুই হাত ভরে। মিরপুর টেস্টের পরেই যে বোলিংয়ে ক্যারিয়ার সেরা রেটিংয়ে চলে এসেছেন সাকিব। সেই সঙ্গে আরেকটু সংহত করেছেন টেস্টে নিজের সেরা অলরাউন্ডারের জায়গাও। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তামিম ইকবালও।

    সর্বশেষ কলম্বো টেস্টের পর বোলারদের র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে ছিলেন সাকিব। সেখান থেকে চার ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন ১৪ নম্বরে। রেটিং পয়েন্ট এখন ৭০৩, ক্যারিয়ারে সেটাইই সেরা। তবে র‍্যাঙ্কিংয়ে এর আগে দশের ভেতরেও ছিলেন সাকিব, ২০১১ সালে উঠে এসেছিলেন সাতেও।

    অলরাউন্ডারের সিংহাসন নিয়ে বেশ কিছুদিন ধরেই মিউজিক্যাল চেয়ার খেলা চলছিল রবীন্দ্র জাদেজার সঙ্গে। তবে মিরপুরেই এক নম্বর জায়গাটা আরেকটু পাকা করেছেন সাকিব। জাদেজার চেয়ে এখন এগিয়ে ৫৯ পয়েন্টে, গত সপ্তাহেই ব্যবধান ছিল এক পয়েন্ট।

    তামিমও উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৪ নম্বরে। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৭১ ও ৭৭ রানের পুরস্কারটা পেলেন নগদেই। কলম্বো টেস্টের পর ২৪ নম্বরে ছিলেন, এ লাফে এগুলেন সাত ধাপ। এর আগে ২০১০ ওল্ড ট্রাফোর্ড টেস্টের পর সর্বোচ্চ ১৮ নম্বরে উঠে এসেছিলেন তামিম।

    বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুরে চার উইকেট নিয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলামেরও, চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে।