'নিরাপদ' বলতে কোনো 'পথ' দেখছেন না মুশফিক
সংবাদ সম্মেলনে ঢুকতেই কী যেন একটা ব্যাপারে একচোট হেসে নিলেন। চট্টগ্রামের আকাশে যতই মেঘ করুক, বাংলাদেশ দলের আকাশে যে শুধুই সূর্য হাসছে, সেটার প্রতীকী ছবি যেন হয়ে রইল মুশফিকের হাসিটাই। চাপটা যে অস্ট্রেলিয়ার ওপর, সেটা সংবাদ সম্মেলনে এসে মুশফিকুর রহিম একরকম বলেকয়েই ঘোষণা দিয়ে দিলেন। এমনিতে টেস্টের এক দিন আগেই দল ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া, ঢাকা টেস্টেও সেটির ব্যতিক্রম হয়নি। কিন্তু চট্টগ্রামে স্মিথ বাড়তি একদিন সময় নিয়ে নিলেন। মুশফিক সেটাই মনে করিয়ে দিয়ে যেন শুরু করে দিলেন ‘মাইন্ড গেমও’। এই টেস্টে বাংলাদেশ ড্র নয়, জয়ের জন্য খেলবেন, সেটাও বলে দিলেন স্পষ্ট করে।
চাইলে এখন বাংলাদেশ নিরাপদে হাঁটার পথটা বেছে নিতেই পারে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে, ড্র হলেও তো নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সিরিজ জয়টা হয়ে যায়। মুশফিক অবশ্য মনে করিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ‘নিরাপদে’ থাকার চিন্তাটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। বরং বাংলাদেশ আগের টেস্টের মতোই পুরোপুরি জয়ের জন্য নামবে কাল, ‘এখানে সেইফ সাইডে যাওয়ার তো কোনো আশাই নেই। আগেই বলেছি, আমাদের এখানে যে দলই আসুক আমরা জয়ের জন্য খেলি। আমরা তো ইংল্যান্ডের বিপক্ষেও ফ্ল্যাট উইকেট বানিয়ে সিরিজ ড্রয়ের জন্য খেলতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের শক্তি অনুযায়ী সুবিধাটা নিয়ে চেষ্টা করে দেখি ফল আসে নাকি। । যদিও কাজটা খুব কঠিন। প্রথম টেস্টের আগেও আমি বলেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতিটা ম্যাচ জয়ের। অবশ্যই ২-০ করার জন্য যা যা করা দরকার আমরা করব। এখানে 'নিরাপদ' বলতে কোনো ‘পথ’ নেই।
প্রথম টেস্টের শেষেই মুশফিকুর রহিম একরকম ঘোষণার সুরেই বলে দিয়েছিলেন, আক্রমণাত্মক বাংলাদেশকে দেখেছে অস্ট্রেলিয়া। এবারও সেরকম কিছু দেখা যাবে সেই জানান দিয়ে রাখলেন, ‘ওরা যতই আগ্রাসী ক্রিকেট খেলুক আমরা তার চেয়ে বেশি ভালো ও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবো। পাল্টা আক্রমণ করে খেলার চেষ্টা করব।’
মুশফিক অবশ্য চার বছর আগের জিম্বাবুয়ে সিরিজ থেকে চাইলে শিক্ষা নিতে পারেন। বুলাওয়েতে প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়ার পর হারারেতে হেরে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার নিশ্চয় সেরকম হতে দিতে চাইবেন না। তবে বাংলাদেশের শরীরী ভাষা বলছে, ড্রয়ের কথা তাঁরা ভাবছেনই না, বরং জয়কেই করছেন ধ্রুবতারা।
তবে অতি আত্মবিশ্বাস অনেক সময় কাল হয়ে দাঁড়াতে পারে। মুশফিক তাই পা রাখছেন মাটিতেই, 'আমরা সব সময় বলে এসেছি, এরকম সুযোগ আমাদের সব সময় আসে না। আবার এরকম ফলও আসে না। এটা ভালো দিক যে আমরা ১-০ তে এগিয়ে আছি। তারপরও অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। তারা জানে যে চাপের মধ্যে কীভাবে খেলতে হয়।’
সর্বশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে প্রথম টেস্ট হারের পরও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেটাই মুশফিককে দেখাচ্ছে বাড়তি আশা, ‘আমরা শেষ দুই সিরিজে প্রথম টেস্ট হারার পর তো ভালোভাবে দ্বিতীয় টেস্টে ফিরেছি। মানসিকভাবে আমরা কতটুকু ইমপ্রুভ করেছি এটাও কিন্তু তার প্রমাণ দেয়। আমরা অবশ্যই সেরা সাফল্যের চেষ্টা করব। ১-০ তে এগিয়ে যাওয়া অবশ্যই একটা সুবিধা। কিন্তু আমাদেরকে এখানে শুরু থেকেই শুরু করতে হবে। ঢাকায় আমাদের শুরুটা ভালো হয়নি। এবার সেটা ভালো করার চেষ্টা করব।’
মুশফিকের কথাই বলে দিচ্ছে, আবহাওয়া বাগড়া না দিলে আরেকটু দুর্দান্ত টেস্ট অপেক্ষা করছে চট্টগ্রামেও।