• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    বোলারদের নিয়ে গর্বিত লায়ন, অখুশি নন সাব্বিরও

    বোলারদের নিয়ে গর্বিত লায়ন, অখুশি নন সাব্বিরও    

    চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে প্রশ্ন, উইকেট আসলে কতটা ব্যাটিং-বান্ধব? প্রথম ইনিংসে কত রানের স্কোরই বা নিরাপদ? সাব্বির রহমান ও নাথান লায়নের কথা শুনে বোঝা গেল, প্রথম ইনিংসে কত রান নিরাপদ, সেটা নিয়ে আসলে দুই দলই খানিকটা ধোঁয়াশায় আছে। লায়ন অবশ্য মনে করিয়ে দিলেন, উইকেটে এখনও স্পিন ধরছে না। তবে সাব্বির দিন শেষে দলের রান নিয়ে অসন্তুষ্ট নন।

    একটা সময় ১১৭ রানেই বাংলাদেশী পাঁচ উইকেট ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। দিন শেষে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে বাংলাদেশ দল হয়তো খুব অসন্তুষ্ট হবে না। সাব্বিরও মনে করছেন, দল ভালোই করেছে, ‘সব মিলিয়ে ভালো খেলেছি আমরা। ২৫৩ করেছি। উইকেট একটু বেশি পড়ে গেছে। জানি না কত রান নিরাপদ। আমরা প্রথম দিনে ভালো খেলেছি, এটিই খুশির ব্যাপার। চেষ্টা থাকবে অলআউট হওয়া আগে যত বেশি সম্ভব রান করার।’

     

     

    সাব্বির দাবি করে গেলেন, উইকেট এখনো ঠিকঠাক বুঝতেই পারেননি, ‘প্রথম থেকেই বুঝিনি উইকেট কেমন। আউট হওয়ার পরও বুঝিনি। সব মিলিয়ে সামনের দিনগুলিতে বোঝা যাবে উইকেট কেমন আচরণ করবে। প্রথম দিনেই কিছু বোঝা যায় না।’

    লায়নও জানেন না, প্রথম ইনিংসে ঠিক কত রান নিরাপদ। তবে ব্যাটিং-বান্ধব উইকেটে ছয় উইকেট নেওয়াটা তাঁর কাছে প্রাপ্তিই, ‘আমি জানি না ঠিক কত রান নিরাপদ। আমাদের চেষ্টা থাকবে ওদের যত দ্রুত সম্ভব অলআউট করার।আমার মনে হয় আমাদের শুরুটা ভালোই হয়েছিল। আর এরকম একটা মরা পিচে ছয় উইকেট নেওয়াটা খারাপ নয়।’ লায়ন মনে করছেন, দিন শেষে ম্যাচটা ভারসাম্যেই আছে, ‘আমার মনে হয় সমতাতেই আছে। সাব্বির ও মুশফিক খুব ভালো ব্যাট করেছে, রানও করেছে। তবে দিন শেষে বোলাররা যা করেছে, তাতে আমি গর্বিত। আর আমার জন্য সম্ভবত টেস্টে কঠিনতম দিনগুলোর একটি ছিল আজ। প্রতিটা উইকেটের জন্যই পরিশ্রম করতে হয়েছে।’

    প্রথম দিনে লায়ন যে পাঁচটা উইকেট পেয়েছেন, তার চারটি বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে এলবিডব্লু। সবচেয়ে বড় কথা, সবগুলো বলই ছিল একটু জোরের ওপর ভেতরের দিকে ঢোকা। লায়ন পরে জানিয়েছেন, পুরো দিনে মাত্র একটা বলই স্পিন করাতে পেরেছে, ‘আজ আমি ২৮ ওভারের মধ্যে মনে হয় একটা বলই শুধু স্পিন করাতে পেরেছি। এখনও স্পিনারদের জন্য খুব বেশি কিছু নেই। আমাদের জন্য এখনও চ্যালেঞ্জটা বড়। তবে উপমহাদেশের উইকেট তো, দিন শেষে স্পিন ধরবেই। এই ব্যাপারে আমার সন্দেহ নেই।’

    লায়নের কথা শুনে সাকিব-মিরাজরা বাড়তি অনুপ্রেরণা পেতেই পারেন!