• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    'ক্যাচ আর স্টাম্পিং ছিল ফিফটি ফিফটি'

    'ক্যাচ আর স্টাম্পিং ছিল ফিফটি ফিফটি'    

    ৫২ রানে শর্ট লেগে ক্যাচটা নিতে নিতেও হাতে জমাতে পারেননি মুমিনুল হক। ৭৩ রানে আরেকবার মিরাজের বলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি মুশফিকুর রহিম। দুবার জীবন পেয়ে ডেভিড ওয়ার্নার এখন সুবাস পাচ্ছেন সেঞ্চুরির। তবে নাসির হোসেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, ওই দুইটি আদতে পুরোপুরি সুযোগই নয়, বরং ‘হাফ চান্স’ হিসেবেই দেখছেন।

    মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেই ১৪ রানে কঠিন একটা ক্যাচ দিয়েছিলেন ওয়ার্নার। সুযোগ পেয়ে শেষ পর্যন্ত সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। বাংলাদেশকে অবশ্য সেটির খুব একটা মূল্য দিতে হয়নি তখন। তবে চট্টগ্রামে তেমন কিছু যে নাও হতে পারে, সেই সম্ভাবনা এখন পর্যন্ত প্রবল। ওয়ার্নার এখনও অপরাজিত ৮৮ রানে, কাল সকালে আরও কিছুক্ষণ ব্যাট করলে ম্যাচটা নিয়ে যেতে পারেন ধরাছোঁয়ার বাইরে।

     

    নাসির অবশ্য ম্যাচ শেষে সেসব নিয়ে আক্ষেপ করছেন না। ‘মিস’ হিসেবে নয়, সুযোগ দুইটি কাজে লাগাতে পারলে ‘বোনাস’ হিসেবেই দেখছেন, ‘ধরতে পারলে দিন শেষে অবশ্যই ব্যাপারটা অন্য রকম হতো। ওদের তিন উইকেট পড়ে যেত। আর ক্যাচটা কিন্তু ফিফটি-ফিফটি ছিলো। এ সব ক্যাচ ধরা টাফ। স্ট্যাম্পিংয়ের কথা বলবো- বলটা খুব নিচু ছিলো। তারপরও যদি নিতে পারতাম, ভালো হতো।’

     

    এমন উইকেটে ‘হাফ-চান্সই’ যখন মহার্ঘ্য, সুযোগ গুলো কাজে লাগাতে না পারার কতটা মূল্য দিতে হবে, সময় হলেই জানা যাবে।