সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন অ্যাগার
গতকাল ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের কড়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন। সেই চোটই কাল হয়ে দাঁড়ালো অ্যাস্টন অ্যাগারের। আঙুলে চিড় ধরায় কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ না খেলেই দেশে ফিরছেন তিনি। অনিশ্চিত হয়ে পড়েছে অ্যাশেজসহ সামনের অন্য সিরিজও।
তৃতীয় ওয়ানডের ১৭ তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঙ্গুলে আঘাত পান। তখনই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন অ্যাগার। তবে পাঁচ ওভার পর মাঠে ফেরেন, বলও করেছেন তিন ওভার। এরপর আবারো কিছুক্ষণের জন্য ড্রেসিংরুমে যান। পরে খেলায় ফিরে আরও ৭ ওভার বল করেন।
ম্যাচ শেষে পরীক্ষার পর জানা গেছে, আঙ্গুলে চিড় ধরেছে অ্যাগারের। দলের ডাক্তার রিচার্ড শ’ বলছেন, অস্ত্রোপচারও করা লাগতে পারে, “ম্যাচের পর অ্যাগারের এক্সরে করা হয়। সেখানে দেখা গেছে আঙ্গুলে চিড় ধরেছে। তাঁকে দেশে ফিরতে হবে। পরবর্তী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরীক্ষার পর ঠিক করা হবে অস্ত্রোপচার লাগবে কী না।"
শেষ দুই ওয়ানডেতে অ্যাগারের জায়গায় খেলতে পারেন অ্যাডাম জাম্পা। ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।