• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    অস্ট্রেলিয়াকে 'ধবলধোলাই' করতে চান কোহলি

    অস্ট্রেলিয়াকে 'ধবলধোলাই' করতে চান কোহলি    

     

    তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ এরই মাঝে নিশ্চিত হয়ে গেছে। কোহলি অবশ্য এটুকেই সন্তুষ্ট থাকতে চান না। শেষ দুই ওয়ানডের আগে কোহলি বলেছেন, অস্ট্রেলিয়ানদের বিন্দুমাত্র ছাড় না নিয়ে তাদের ধবলধোলাই করার লক্ষ্যেই মাঠে নামবেন।

     

    ইন্দোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে সব ফরম্যাটে টানা ১২ ম্যাচ জিতেছে ভারত। জয়ের ধারাকে অক্ষুণ্ণ রাখতে আক্রমণাত্মক মনোভাবের কোনো বিকল্প নেই বলেই মানছেন কোহলি, “জয়ের কৃতিত্বটা পুরো দলের। কিন্তু সিরিজ জিতেই আমাদের কাজ শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচ পর্যন্ত নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে হবে। সবগুলো ম্যাচ জেতাই এখন আমাদের লক্ষ্য।”

     

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ধবলধোলাই হয়েছিল অজিরা। ভারতের বিপক্ষেও কোনো কূল কিনারা পাচ্ছেন না স্মিথরা। সিরিজে জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচে দলে কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছেন কোহলি, “পরের দুই ম্যাচে হয়তো বেশ কয়েকজনকে একাদশে সুযোগ করে দেওয়া হবে। কিন্তু দলের ১৫ জনকেই তৈরি থাকতে হবে। মাঠে আক্রমণাত্মক মনোভাব ধরে রাখতে পারলেই সব ম্যাচ জেতা সম্ভব।”

     

    এদিকে ভারতের সাবেক স্পিনার বিশান সিং বেদি বলছেন, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তান ছাড়া কারো বিপক্ষেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি ভারতের, “সত্যি বলতে শ্রীলংকা কিংবা অস্ট্রেলিয়া কেউই ভারতকে টেক্কা দিতে পারেনি। আমরা সবাই টানা জয়ে খুশি। কিন্তু বাস্তবতা হচ্ছে গত এক বছরে ভারতকে কোনো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি।”