সাকিবহীন বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ
কবে, কখন
পচেফস্ট্রুম, ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর
ম্যাচ শুরু- বাংলাদেশ সময় দুপুর ২.০০টা
সাকিব আল হাসানের অভিষেকের পর ৫৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সাকিব খেলেছেন এর ৫১টিতেই। সর্বশেষ তাকে ছাড়া বাংলাদেশ নেমেছিল ২০১৪ সালে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এবার তিনি বিশ্রামে। নেই আফ্রিকার পেসত্রয়ী স্টেইন-ফিলান্ডার-মরিসও। ফিলান্ডারের তো শেষ হয়ে গেছে সিরিজই। তবে এ তিনজনকে ছাড়া খেলার অভিজ্ঞতা অবশ্য নতুন নয় দক্ষিণ আফ্রিকার, ইংল্যান্ড সফরেই ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমেছিল প্রোটিয়ারা।
সাকিব নেই, তাতে অবশ্য কমছে না প্রায় ৮ বছর পর প্রোটিয়াদের সঙ্গে তাদের মাটিতে খেলার রোমাঞ্চ। বরং এ সিরিজ নিয়ে কথা হয়েছে বেশ, ‘দেশের বাইরে’ ‘নতুন’ বাংলাদেশ কেমন করে সেটা দেখার জন্য অপেক্ষা যে শুরু হয়েছে সেই ইংল্যান্ড সিরিজ দিয়েই। বাংলাদেশ এর মাঝে শ্রীলঙ্কা সফর করেছে, জিতেছেও একটি টেস্ট। তবে উপমহাদেশের কন্ডিশনটা তো একটু হলেও চেনা, মেহেদী-মুস্তাফিজদের জন্য তাই আফ্রিকার সঙ্গে দুইটি টেস্ট দেবে নতুন অভিজ্ঞতা।
দক্ষিণ আফ্রিকা শুধু নতুন অভিজ্ঞতার নাম নয়, সফরকারি দলের ব্যাটসম্যানদের রীতিমতো চরম পরীক্ষা নিতে বসে যেন ভেন্যুগুলোর উইকেট। তামিম-মুশফিকদের মানিয়ে নেওয়ার ক্ষমতাটারও তাই পরীক্ষা হয়ে যাবে আরেকবার।
বাংলাদেশের মাটিতে হওয়া দুই দলের সর্বশেষ সিরিজের অভিজ্ঞতা অবশ্য ভাল নয় কারও জন্যই। ঘোর বর্ষায় খেলার পরিণতি ভোগ করে দুই ম্যাচকেই মেনে নিতে হয়েছিল ড্র-এর ভাগ্য। তার আগের চারটি সিরিজেই অবশ্য পরিষ্কার হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
সাকিববিহীন বাংলাদেশ পারবে, সে রেকর্ডে নতুন কিছু যুক্ত করতে?
রঙ্গমঞ্চ
২০১০ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে পচেফস্ট্রুমে অনুশীলন ক্যাম্প করেছিল সেবারকার চ্যাম্পিয়ন স্পেন। এ শহরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিল বাংলাদেশই। সেনওয়েস পার্কে এরপর আর টেস্ট হয়নি, ২০০২-০৩ মৌসুমে যেখান থেকে শেষ করেছিল বাংলাদেশ, ২০১৭-১৮ মৌসুমের শুরু করছে সেখান থেকেই। পচেফস্ট্রুম দেখবে দ্বিতীয় টেস্ট। ২৭ ডিগ্রী সেলসিয়াসের মতো তাপমাত্রা সেখানে আজ, টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনেই শুধু পূর্বাভাস আছে বৃষ্টির।
যাঁদের ওপর চোখ
মাহমুদউল্লাহ রিয়াদ
৩৩ টেস্ট খেলেছেন। মাহমুদউল্লাহর সেই অভিজ্ঞতা ছাপিয়ে গিয়েছিল তার পড়তি ফর্ম। দল থেকে বাদ পড়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে ফিরেছেন আবার। মাহমুদউল্লাহর ব্যাটকে এবার দারুণ কিছুই করে দেখাতে হবে, রীতিমতো ক্যারিয়ার বাঁচানোর জন্যই তো নামছেন তিনি! তবে বেনোনির প্রস্তুতি ম্যাচে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেননি, দুই ইনিংসে করেছিলেন ০ ও ১৫ রান।
কাগিসো রাবাদা
ওয়ানডে অভিষেকেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। স্টেইন-ফিলান্ডার-মরিস ছাড়া পেস আক্রমণে অন্যতম ভরসার নাম তিনিই। যদিও অভিজ্ঞতার দিক দিয়ে পেস আক্রমণে নেতৃত্ব দিবেন মরনে মরকেলই, তবে রাবাদাও নিশ্চয়ই মুখিয়ে থাকবেন ভাল কিছু করতে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম (তাসকিন আহমেদ), রুবেল হোসেন (শুভাশীষ রায়)।
দক্ষিণ আফ্রিকা
ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, টেমবা বাভুমা, ওয়াইন পারনেল (অ্যানডাইল ফেহলুকায়ো), কেশভ মহারাজ, ডুয়ান অলিভিয়ার, কাগিসো রাবাদা, মরনে মরকেল।
সংখ্যার খেলা
-
বাংলাদেশি উইকেটকিপার হিসেবে প্রথম ১০০ ডিসমিসালের মাইলফলক মুশফিক ছুঁঁয়েছেন আগেই। আর ৬টি ক্যাচ হলে ক্যারিয়ারে ১০০ ক্যাচ হবে তার, উইকেটকিপার হিসেবে অবশ্য লাগবে ৭টি। ৭টি ক্যাচ হলে ক্যারিয়ারে ১০০ ক্যাচ হবে কুইন্টন ডি ককেরও।
-
দুই টেস্ট মিলিয়ে ১৫৩ রান করলে প্রথম বাংলাদেশি হিসেবে ৪০০০ রানের মাইলফলক ছুঁবেন তামিম ইকবাল।
-
আর একটি সেঞ্চুরি হলেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় গ্রায়েম স্মিথকে ছুঁয়ে ফেলবেন ২৬টি সেঞ্চুরি করা হাশিম আমলা।