• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    আইসিসির নতুন নিয়মে খুশি নন খাওয়াজা

    আইসিসির নতুন নিয়মে খুশি নন খাওয়াজা    

    আইসিসির নতুন ঘোষণায় বদলে গেছে ক্রিকেটের অনেক নিয়ম। নতুম নিয়মের মাঝে অন্যতম হচ্ছে ক্যাচ ধরা কিংবা স্ট্যাম্পিংয়ের আগে বল ফিল্ডার ও কিপারের হেলমেটে লাগলেও সেটা আউট দেওয়া হবে। তবে এই নিয়মে একদমই খুশি হতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাওয়াজা।

     

    পুরনো নিয়ম অনুযায়ী, ক্যাচ কিংবা স্ট্যাম্পিংয়ের আগে ফিল্ডার ও কিপারের হেলমেটে বল লাগলে সেটা আউট না হয়ে ডেড বল হতো। নতুন নিয়মে কোনও ক্যাচ ফিল্ডার বা উইকেটকিপারের হেলমেটে লেগে উঠলেও তা ক্যাচই হবে। একই কথা স্টাম্পড বা রান-আউটের ক্ষেত্রেও প্রযোজ্য।

     

    খাওয়াজা এক টুইটে বলছেন, হেলমেটে লেগে ক্যাচ হওয়ার নিয়মটা তার পছন্দ হয়নি, “ক্লোজ ফিল্ডারের হেলমেটে লেগে ক্যাচ ধরলে সেটা আউট হওয়া উচিত না। কারণ ওটা তো কোনো বাধ্যতামূলক ফিল্ডিং পজিশন নয়। কিপারের ক্ষেত্রে সেটা মানা যায়।”

     

    অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অবশ্য আগেই চালু হয়েছে এই নয়ম। গত ফেব্রুয়ারিতে শেফিল্ড শিল্ডের ম্যাচে ঠিক এভাবেই আউট হয়েছিলেন কুইন্সল্যান্ডের মার্ক স্টেকের্ট। শর্ট লেগ ফিল্ডার নিক লারকিনের হেলমেটে বল লাগার পর ক্যাচ ধরেন লেগ গালিতে থাকা শন অ্যাবট। 

     

    আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-শ্রীলংকা টেস্টেই আইসিসির নতুন এই নিয়ম কার্যকর করা হবে।