• " />

     

    মুস্তাফিজ, নতুন মারণাস্ত্র?

    মুস্তাফিজ, নতুন মারণাস্ত্র?    

    আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই চমকে দিয়েছেন জাতীয় দলের পেস ব্যাটারিতে নতুন সংযোজন মুস্তাফিজুর রহমান। স্পিনারদের স্বর্গ বাংলাদেশে ভালো মানের পেসার খুঁজে পাওয়াই যেখানে দুষ্কর সেখানে বাঁহাতি পেসার আসেন কালেভদ্রেই। সৈয়দ রাসেলদের মতো তাঁরা কেউ হারিয়ে যান কিংবা আমদের সিস্টেম তাঁদের হারিয়ে ফেলে। মুস্তাফিজুর রহমান সেই হতাশার তালিকাই দীর্ঘায়িত করবেন কিনা সেটা সময় বলে দেবে। আজ তাঁর টিটোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেকের দিনে বরং উত্থানের গল্পটাই শোনা যাক।

     

     

    বয়স কেবল কুড়ির ঘর পেরোচ্ছে। খেলেছেন ৮টি প্রথম শ্রেণীর ও ৫টি লিস্ট ‘এ’ ম্যাচ। উইকেট নেয়ার গড়টাও এ পর্যন্ত বেশ ঈর্ষণীয়ই। প্রথম শ্রেণীতে ৮ ম্যাচ থেকে ২০.৭৩ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। ক্যারিয়ার সেরা ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট; ৪ উইকেট নিয়েছেন ৩ বার। লিস্ট ‘এ’-তে গড়টা আরও আশা জাগানিয়া। ৫ ম্যাচে ১১.৭৫ গড়ে ১২ উইকেট, সেরা ফিগার ৩২ রানে ৫ উইকেট। রান খরচেও বেশ হিসেবি সাতক্ষীরার এই তরুণ, প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’-তে ওভার প্রতি রান দেয়ার হার যথাক্রমে ২.৬৮ ও ৩.৪৫।

     

     

    আজকের আগে লাল-সবুজ জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নেমেছেন ১৪ বার। ওভারপ্রতি ৩.৯১ গড়ে রান দিয়ে উইকেট নিয়েছেন ১৩টি। এর মধ্যে ৯টিই গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, ৬ ম্যাচ খেলে। এছাড়া অনূর্ধ্ব-১৮ জাতীয় লীগে খুলনা বিভাগের হয়ে ২ ম্যাচ খেলে নিয়েছিলেন ৯ উইকেট।

     

     

    আজ ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টিটোয়েন্টি উইকেটটি পেলেন শহীদ আফ্রিদীকে কট বিহাইন্ড করে। দুর্ভাগ্যই বলা যেতে পারে মুস্তাফিজের, প্রথম উইকেটটি এলো আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। তবে এরপর মোহাম্মদ হাফিজকে শিকার করলেন পরিষ্কার এলবিডব্লুর ফাঁদে ফেলেই। কোটার ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে নিয়েছেন এই ২ উইকেট।

     

     

    নিখুঁত লাইন, লেন্থের সাথে গতি আর বৈচিত্র্য...উপযুক্ত পরিচর্যায় মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস আক্রমণে শক্তিশালী অস্ত্র হিসেবেই যুক্ত হতে পারেন।