• জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    বিশুর ঘূর্ণিজাদুতেই ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ

    বিশুর ঘূর্ণিজাদুতেই ঘুরে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ    

     

    সংক্ষিপ্ত স্কোর

    দ্বিতীয় দিনশেষে

    ওয়েস্ট ইন্ডিজ ২১৯ ও ৮৮/১ ( হোপ ৩২*, ক্রেমার ১/ ৩৬)

    জিম্বাবুয়ে ১৫৯ ( মাসাকাদজা ৪২, বিশু ৫/৭৯)

     

    প্রথম দিনে জিম্বাবুয়ের দুই স্পিনার ছড়ি ঘুরিয়েছিলেন। দ্বিতীয় দিনেও রাজত্ব করলেন একজন স্পিনারই। দেবেন্দ্র বিশুর ঘূর্ণিজাদুতে প্রথম দিনের হতাশা পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে গ্রায়েম ক্রেমারের দলকে মাত্র ১৫৯ রানেই বেধে ফেলেছে ক্যারিবিয়রা।

     

    ওয়েস্ট ইন্ডিজকে ২১৯ রানে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনশেষে কোনো উইকেট হারায়নি দল। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার ভেতরেই ফেরেন সলোমন মিরে। এরপর হ্যামিল্টন মাসাকাদজা ও ক্রেইগ আরভিন ভালোই সামলাচ্ছিলেন। ৪৭ রানের এই জুটি ভাঙ্গেন বিশু। তাঁর জোড়া আঘাতে পরপর দুই ওভারে ফেরেন মাসাকাদজা ও আরভিন দুজনই।

     

    সেই শুরু। এরপর শুধু জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। ৩ বছর পর টেস্ট খেলতে নামা ব্রেন্ডন টেলরকে ১ রানে ফেরান সেই বিশুই। টানা ২৩ ওভারের স্পেলে নাজেহাল করে রেখেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। অন্য প্রান্তে কিমার রোচ ও জেসন হোল্ডারও গতি ঝড় তুলেছেন। বিশু তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ৫ উইকেট শিকার। জিম্বাবুয়ের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৪৯ রানের ব্যবধানে।

     

    ৬০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে ২৫ রানের মাথায় কিরান পাওয়েলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেমারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করে দিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট ও কাইল হোপ। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে ১৪৮ রান।