রোনালদোদের 'আত্মবিশ্বাস' না হারাতে বললেন জিদান
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদকে হারিয়েছে টটেনহাম। ওয়েম্বলিতে দুর্দান্ত এক পারফরম্যান্সে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে স্পার্স। তবে এরকম পরাজয়ের পরেও মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলছেন, কোনো অবস্থাতেই ধৈর্য হারালে চলবে না।
লা লিগায় নবাগত জিরোনার কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর চ্যাম্পিয়নস লিগেও জয়ের মুখ দেখা হয়নি। টটেনহামের বিপক্ষে পরাজয়ে পরের রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠাও এখন অনিশ্চিত। জিদান বলছেন, আত্মবিশ্বাস হারিয়ে ফেললে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে, “লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচে হেরেছি। টানা দুই ম্যাচের পরাজয়ে অবশ্যই আমরা খুশি না। এটা আমাদের জন্য খারাপ পরিস্থিতি, কিন্তু এসবের মাঝেও নিজেদের আত্মবিশ্বাস হারালে চলবে না। ফুটবল এমনই, কখনো হারবেন কখনো জিতবেন। আমি খুব একটা চিন্তিত নই, আমরা ভালো দলের কাছেই হেরেছি। এটা মেনে নিতে হবে।”
সুযোগ কাজে না লাগানোয় এরকম পরাজয়, মানছেন জিজু, “পরাজয় হজম করাটা কঠিন। ড্রেসিংরুমে কেউই খুশি নয়, খুশি হওয়ার কারণও নেই। আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতা আনতে পারতাম। তবে গোল করতে পারিনি, উল্টো আরও ২ গোল খেয়েছি।”
জিরোনার বিপক্ষে পরাজয়ের পরে বলেছিলেন ঘুরে দাঁড়ানোর কথা। এবারো সেরকম আশার বাণীই শোনালেন জিদান, “আমাদের দল যথেষ্ট অভিজ্ঞও। তাঁরা চ্যাম্পিয়নস ফুটবলার। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। পরাজয় মেনে নিয়েই নিজেদের ভুল শুধরে নিতে হবে।”