• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    পিএসএলের নিলামে বাংলাদেশের ১৬ জন!

    পিএসএলের নিলামে বাংলাদেশের ১৬ জন!    

    পিএসএলের সর্বশেষ আসরে পেশোয়ার জালমিতে খেলেছিলেন সাকিব আল হাসান-তামিম ইকবাল। তবে এবার সেই গাটছড়া থাকছে না, তামিমকে ছেড়ে দিয়েছে পেশোয়ার। তবে আগামীকালের পিএসএলের ড্রাফটে তামিম থাকছেন, সেখানে আরও ১৫ জন বাংলাদেশী ক্রিকেটারও সঙ্গী হবেন তাঁর। শেষ পর্যন্ত কয়জন সুযোগ পাবেন, সেটিও জানা যাবে কাল।

    পিএসএলে গত বারের ড্রাফটে বাংলাদেশের ১০ জন ক্রিকেটার ছিলেন। তবে দল পেয়েছিলেন শুধু সাকিব-তামিম। পরে কোয়েটা গ্ল্যাডিয়েটরস দলে নিয়েছে মাহমুদউল্লাহকে। আর ফাইনালে লাহোরের হয়ে মাঠে নেমেছিলেন এনামুল হক বিজয়। এবার সাকিবকে ধরে রেখেছে পেশোয়ার, মাহমুদউল্লাহও আছেন আগের দলে। তামিমকে পেশোয়ার ছেড়ে দেওয়ায় নিলামে ডায়মন্ড ক্যাটাগরিতে যোগ হয়েছে তাঁর নাম। ডায়মন্ড ক্যাটাগরিতে তামিমের সঙ্গে আছেন এখন পর্যন্ত পিএসএলের অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজুর রহমানও।

    গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশের একজনই আছেন, পেসার তাসকিন আহমেদ। সবচেয়ে বেশি ১৩ জন আছে আছেন সিলভার ক্যাটাগরিতে। নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনদের মতো এখনকার জাতীয় দলের খেলোয়াড়েরা যেমন আছেন তেমনি আছেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, জুবায়ের হোসেন লিখনদের মতো দলে ঢোকার অপেক্ষায় থাকা খেলোয়াড়েরাও। তরুণ নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেনরাও সুযোগ পেয়েছেন ড্রাফটে। তবে মুশফিকুর রহিম জায়গা পাননি ড্রাফটে।