• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    এক বছর নিষিদ্ধ জামশেদ

    এক বছর নিষিদ্ধ জামশেদ    

    পিএসএল চলার সময়ই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। স্পট ফিক্সিংয়ের ঘটনায় এবার ১ বছরের নিষেধাজ্ঞা নেমে এলো পাকিস্তান ব্যাটসম্যান নাসির জামশেদ। ফিক্সিংয়ের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডেকে সাহায্য না করায় জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

     

     

     

    অ্যান্টি করাপশন কোডের ২.৪.৬ ও ২.৪.৭ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি পেতে হচ্ছে জামশেদকে, জানালেন পিসিবির আইনজীবী তোফাজ্জল রিজভি, “জামশেদের বিরুদ্ধে স্পট ফিক্সিং ও বোর্ডকে এই ব্যাপারে সহায়তা না করার অভিযোগ প্রমাণিত। তাঁকে এক বছর নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারবেন না তিনি।”

     

    নিষেধাজ্ঞা এক বছরের হলেও সেটা হিসাব করা হবে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে, যখন তাঁকে পিএসএলে নিষিদ্ধ করা হয়েছি সাময়িকভাবে। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারির পর আবারও ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। পুরো সময়টাই তাঁকে নজরদারিতে রাখবে পিসিবি।