নিঃশর্ত ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা উঠছে শারজিলের
২০১৭ সালের পিএসএলে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তান ব্যাটসম্যান শারজিল খান। তবে তিন বছরের মাথায়ই উঠে যাচ্ছে তাঁর নিষেধাজ্ঞা। পিসিবির কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে এই বছরের শেষেই ক্রিকেটে ফিরতে পারেন শারজিল।
দুই বছর আগে ১০ ফেব্রুয়ারি ফিক্সিংয়ের দায়ে প্রথমে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় শারজিলকে। পরে পিএসএলে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ার পর পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলও করেছিলেন শারজিল। তবে শেষ পর্যন্ত সেই আপিল খারিজ হয়ে যায় আদালতে।
নিষেধাজ্ঞার প্রায় তিন বছর পর ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন শারজিল, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইছি। সতীর্থ, পরিবার ও ভক্তদের কাছেও ক্ষমা চাই। আমার অপরাধ তাদের সবাইকে লজ্জিত করেছে। আমি সবার কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’
অন্য ক্রিকেটারদেরও দায়িত্ববান হওয়ার আহবান শারজিলের, ‘আমি সবাইকে ধর্মীয় আদেশ মেনে পিসিবির অ্যান্টি করাপশন কোড মানার আহবান জানাচ্ছি। এটা ক্যারিয়ারজুড়েই করে যেতে হবে। অ্যান্টি করাপশন সেশনের পর আমি পিসিবিকেও এটা বলেছি। দ্রুতই আমি ক্লাব ক্রিকেটে ফিরব। ঘরোয়া ক্রিকেটে ফিরতে একটু সময় লাগবে কারণ প্রায় ৩০ মাস আমি খেলিনি। ফিটনেস ও ফর্ম ফিরে পেতে তাই সময় নিতে হবে।’
এই বছরের শেষের দিকে শারজিলকে ক্রিকেটে ফেরার অনুমতি দিতে পারে পিসিবি। তবে জাতীয় দলে ফিরতে হয়তো আরও সময় লাগবে।