কোহলির রেকর্ডগড়া সেঞ্চুরি
আগের ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বিরাট কোহলি করলেন সেঞ্চুরি। কলকাতা টেস্টে কোহলি শুধু সেঞ্চুরি করেননি, গড়েছেন রেকর্ডও।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরির ফিফটি হয়ে গেল এ ইনিংস দিয়ে। এ মাইলফলক ছুঁতে তার লেগেছে ৩৪৮ ইনিংস। হাশিম আমলার সঙ্গে যা যৌথভাবে দ্রুততম। শচীন টেন্ডুলকারের পর প্রথম ভারতীয় হিসেবে ৫০টি সেঞ্চুরির মালিক হলেন তিনি, সব মিলিয়ে তিনি এ মাইলফলক ছোঁয়া ১৮তম ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টের শেষদিনে ইডেন গার্ডেনসের সেঞ্চুরিটা ভারত অধিনায়কের টেস্ট ক্যারিয়ারের ১৮তম। এ নিয়ে এই পঞ্জিকাবর্ষে নয়টি সেঞ্চুরি হলো তার। অধিনায়ক হিসেবে এটা আরেকটা রেকর্ড। একই পঞ্জিকাবর্ষে কোহলির সমান নয়টি করে সেঞ্চুরি আছে রিকি পন্টিং (২০০৫, ২০০৬) ও গ্রায়েম স্মিথের (২০০৫)।
ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি ছুঁয়েছেন সুনীল গাভাস্কারকে। এ নিয়ে ১১টি সেঞ্চুরি হলো অধিনায়ক কোহলির, গাভাস্কারেরও আছে সমান সংখ্যক। মোহাম্মদ আজহারউদ্দীনের নয় সেঞ্চুরির রেকর্ডকে কোহলি কাটিয়েছেন আগেই।
আরেকটা ঘটনাও ঘটেছে কোহলির সেঞ্চুরি দিয়ে। একই টেস্টে ডাক ও সেঞ্চুরি পাওয়া প্রথম ভারতীয় অধিনায়ক হয়েছেন কোহলি, সব মিলিয়ে একই টেস্টে শূন্য ও শতকের দেখা পাওয়া ১৮তম অধিনায়ক তিনি।